ট্যুইটের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী
৩৯ টি বছর উত্তম হারা টলিপাড়া । তবুও,আজও বাঙালির আবেগ, ভালবাসা সবই যেন মহানায়ক| আর মঙ্গলবার ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের ৯৩ তম জন্মদিন । মহানায়কের জন্মদিনে টুইট করে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
মুখে গোঁজা সিগারেট, অপলক আকর্ষণীয় চাহনি, ঠোঁটের কোণের মিষ্টি হাসি আর অভূতপূর্ব ব্যক্তিত্বেই কাপতো টলিপাড়া। যেমন ব্যক্তিত্বে তেমনই সারা জাগানো অভিনয়ে সবার ড্রিম বয় হয়ে উঠেছিলেন ভবানীপুরের অরুণ কুমার চট্টোপাধ্যায় । পরে অরুন নাম বদলে হয় উত্তম কুমার ৷ আর আজ সেই মহানায়কের ৯৩ তম জন্মদিন।
মহানায়কের ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন,‘বাংলা চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ মহানায়ক উত্তম কুমারের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি। ২০১২ সাল থেকে ওনাকে শ্রদ্ধা জানাতে আমরা মহানায়ক সম্মান প্রদান চালু করি’।
মহানায়কের প্রথম ছবি ‘মায়াডোর’ |কিন্তু তা মুক্তি পায়নি|এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি । কিন্তু একটিও সাফল্যের মুখ দেখেনি | অবশেষে ‘বসু পরিবার’ প্রথম সাফল্যের ছবি মহানায়কের ৷ এরপর ১৯৫৩ সালে মুক্তি পায় ‘সাড়ে চুয়াত্তর’। আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে ৷ বাংলা চলচ্চিত্রে শুরু হয় উত্তম যুগ। পাঁচ ও ছয়ের দশকে ‘হারানো সুর’, ‘পথে হল দেরী’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘বিপাশা’, ‘জীবন তৃষ্ণা’ ছবির মতো কালজয়ী সব ছবিতে মহানায়কের অভিনয় অভূতপূর্ব | যা আজও বাঙালি বারবার দেখে | বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন উত্তম কুমার। তাঁর অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ‘ছোটিসি মুলাকাত’, ‘অমানুষ’, ‘আনন্দ আশ্রম’ দর্শকদের মন কেড়েছে ৷ ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘সন্ন্যাসী রাজা’য় উত্তমের লুক আজও প্রশংসিত।
কিন্তু ১৯৮০ সালের ২৪ জুলাই ‘ওগো বধূ সুন্দরী’-র শুটিং চলাকালীন প্রয়াত হন উত্তমকুমার ৷ মাত্র ৫৩ বছর বয়সে মারা যান মহানায়ক | তবে,তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তার অভিনয় আজও বাঙালিকে মনে করিয়ে দেয় মহানায়কের কথা |