আগরতলায় অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

< 1 - মিনিট |

চলচ্চিত্রের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এছাড়াও ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রযোজিত চলচ্চিত্রও দেখানো হবে। এই চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে

কে আর সি টাইমস ডেস্ক

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আগামী ১৫ সেপ্টেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে তিনদিন ব্যাপী এই উৎসবের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহামুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এছাড়া বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গও থাকবেন।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা জানান আগরতলাষ় নিয়োজিত বাংলাদেশ সহকারী কমিশনার কিরীটি চাকমা। তিনি বলেন, এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট ২২টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে কয়েকটি চলচ্চিত্রের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এছাড়াও ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রযোজিত চলচ্চিত্রও দেখানো হবে। এই চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। এই উৎসব চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে আগরতলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news