রঞ্জিত মল্লিকের ভাইপো দেবজয়ের সঙ্গে অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাতের কলকাতা ক্রমশ স্বর্গরাজ্য হয়ে উঠছে দুষ্কৃতীদের কাছে৷ একের পর এক ঘটনায় পুলিশি নজরদারি বাড়েলও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, কেউই নিস্তার পাচ্ছেন না দুষ্কৃতীদের হাত থেকে৷ এবার হামলার শিকার হলেন টলিউডের এক অভিনেতা৷ দেবজয় মল্লিক নামে আক্রান্ত এই অভিনেতার সম্পর্কে রঞ্জিত মল্লিকের ভাইপো৷
ঘটনার সূত্রপাত বুধবার রাত বুধবার রাত পৌনে ১০টা নাগাদ৷ দেবজয় সল্টলেক থেকে ফিরছিলেন তাঁর বান্ধবী নিয়ে৷ তাঁর ডায়েটেশিয়ান বান্ধবীর বাড়ি বাঁশদ্রোণীতে। বান্ধবীকে বাড়িতে ছেড়ে দেবজয়ের চারুমার্কেট ফেরার কথা ছিল। ফেরার পথে গল্ফগ্রিনের ২৩৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য গাড়ি থেকে নামেন অভিনেতা দেবজয়ের বান্ধবী। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সামনে ট্যাক্সি দাঁড় করান। তিনি ট্যাক্সিতে বসে ছিলেন। বান্ধবী টাকা তুলতে এটিএমে ঢোকেন। সে সময় দু’জন যুবক একটি গাড়িতে এসে পৌঁছয়। তারাও ওই এটিএমে টাকা তুলতে এসেছিল। কিন্তু দেবরাজের বান্ধবীর টাকা তুলতে কিছুটা সময় লাগায় দুই যুবক বাইরে দাঁড়িয়ে বান্ধবীর উদ্দেশে কটূক্তি করতে শুরু করে বলে অভিযোগ। দেবজয় বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে এটিএমে ঢুকে বান্ধবীকে তাড়াতাড়ি করতে বলেন। এই অভিনেতা যখন এটিএম থেকে বেরোচ্ছিলেন, তাঁর উদ্দেশেও তারা গালিগালাজ করতে শুরু করে দেয যুবকেরা বলে অভিযোগে জানিয়েছেন দেবজয়। প্রতিবাদ করলে তাঁদের একজন আবার দেবজয়ের বুকে ধাক্কা মারেন। এটিএম থেকে বেরিয়ে তাঁর বান্ধবীও প্রতিবাদ করেন। এক যুবকের কলার টেনে ধরেন তিনি। দেবজয়ের অভিযোগ, এর পরই তাঁরা বান্ধবীর জামা ধরে টেনে সরিয়ে দিয়ে তাঁকে মাটিতে ফেলে মারধর শুরু করে। তাঁর বুকে, পেটে বেধড়ক মারতে শুরু করেন তাঁরা। চলে লাথি, ঘুষি৷ যার জেরে বুকের বাঁ-দিকে ব্যথা অনুভব করতে শুরু করেন দেবজয়।
রঞ্জিত মল্লিকের ভাইপোর অভিযোগ, এই ঘটনা চলাকালীন পুলিশের একটি পেট্রল ভ্যান ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু পুলিশের সামনেই দেবজয়দের হুমকি দিতে থাকে যুবকেরা। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেওয়ার বদলে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয়। এরপর এম আর বাঙ্গুর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর যাদবপুর থানায গিয়ে গাড়ির নম্বর, ছবি ও ডাক্তারের সার্টিফিকেট-সহ যাদবপুর থানায় অভিযোগ জানাতে উপস্থিত হন। কিন্তু সেখানেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে যাদবপুর থানা অভিযোগ জমা নিতে অস্বীকার করে। পরে অবশ্য থানা অভিযোগ জমা নিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ৷ দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলের বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন কোয়েল মল্লিকের এই তুতো ভাই৷ অল্প বয়স থেকেই থিয়েটারে অভিনয় করছেন। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ‘প্রবাহিনী এই সময়’ ছবি দিয়ে চলচিত্রে অভিষেক ঘটে দেবজয়ের।