এবার একই ফ্রেমে সব্যসাচী –অর্জুন

< 1 - মিনিট |

ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন

কে আর সি টাইমস ডেস্ক

ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসতে চলেছে অপু।সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ শেষ করেছিলেন, ১৯৫৯ সালে  ‘অপুর সংসার’ দিয়ে। আর ঠিক সেখান থেকেই শুরু হবে পরিচালক শুভ্রজিৎ মিত্র-র  নতুন ছবি ‘অভিযাত্রিক’|আর সেখানেই এই প্রথম একই ফ্রেমে দেখা যাবে বাবা ছেলেকে অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তীকে|
সত্যজিৎ রায়ের অপু হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়|

তবে,শুভ্রজিৎ মিত্রের ছবিতে অপুর চরিত্রে  দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে|এই ছবির হাত ধরেই ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে আসছে অপু।অপুর একজন বন্ধুর  চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে|চিত্রনাট্যের বাঁধনে ফিরে আসছে দুর্গা, অপর্ণা, রাণুদি, এমনকি লীলাও।‘অভিযাত্রিক’ ছবিতে বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ তুলে ধরবেন পরিচালক শুভ্রজিৎ।

ছবিতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তাঁর দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন। এই ছবিতে ফিরে আসবে অপর্ণাও, আর সেই চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়|ছবিতে বেনারস, উত্তরবঙ্গ, দুমকা, উত্তর-পূর্ব ভারত, টাকি, বোলপুর ও কলকাতাকে চল্লিশের দশকের প্রেক্ষাপটে দেখাবেন পরিচালক শুভ্রজিৎ। এমনকি ছবিটি দেখানো হবে সাদা-কালোয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *