সম্প্রতি প্রদীপ্ত ভট্টাচার্যের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ বাংলা ছবি হাওয়ায় কার্যত হলই পায়নি ছবিটি
বাংলা ছবির এখন রমরমা হলেও বহু হল এখনও বাংলা ছবিকে হল দিতে চায়না বহু হল মালিক।তাই এবার বাংলা ছবিও যে বলিউড ও হলিউড ছবির থেকে কোন অংশে কম নয় সে কথা জানতে আজ বুধবার হল মালিকদের উদ্দেশ্যে টুইট করে বাংলা ছবিকে হল দেওয়ার আর্জি জানালেন তারকা সাং সদ দেব।
টুইটারে টুইট করে দেব লিখলেন, ‘আমি গর্বিত বাংলার সাহিত্য, কবিতা, গান, বাংলার জীবন যাপন নিয়ে। আর যা কিছু বাংলার, যা কিছু বাঙালির তাই নিয়েই বাংলা সিনেমা। বাংলা কে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে, বাংলা সিনেমাকে বাঁচাতেই হবে। আসুন আমরা সবাই বাংলা সিনেমার পাশে দাঁড়াই। এই মুহূর্তে এটাই সবথেকে জরুরি কাজ’। তিনি আরও লেখেন ‘ রাজ্যের সিনেমা হল মালিকদের বলি হিন্দি ছবির থেকে বেশি নয় অন্তত সমান সুযোগ আমাদের দিন। লড়াই টা অন্তত সমানে সমানে হোক। বাংলা সিনেমার পাশে দাঁড়ান’।
উল্লেখ্য,সম্প্রতি প্রদীপ্ত ভট্টাচার্যের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ বাংলা ছবি হাওয়ায় কার্যত হলই পায়নি ছবিটি। আর সেই কারণেই এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন অভিনেতা,পরিচালকরা।