কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘পাসওয়ার্ড’। এবার কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলা দেশে পাড়ি দিল ‘পাসওয়ার্ড’।
বহু বাধা বিঘ্ন কাটিয়ে কলকাতায় মুক্তি পায় কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘পাসওয়ার্ড’। এবার কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলা দেশে পাড়ি দিল ‘পাসওয়ার্ড’। খুব শীঘ্রই বাংলাদেশে মুক্তি পাবে ‘পাসওয়ার্ড’ টুইট করে এমনটাই জানান তারকা সাংসদ দেব নিজেই ।
‘পাসওয়ার্ড’ ছবির গল্প মূলত একজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে । সে এমন এক আসামিকে খুঁজছে, যে নেট দুনিয়ায় প্রবেশ করে মানুষকে হেনস্থা করছে। ‘পাসওয়ার্ড’ ছবিতে সাইবার ক্রাইমের অনেক হাল-হকিকতের দিক ফুটে উঠেছে। ছবিতে দেখা গেছে দেব,রুক্মিণী মৈত্র,পরমব্রত চট্টোপাধ্যায় পাওলি দাম এবং নবাগত আদৃত রায়কে । মূলত ছবির চরিত্রগুলি দর্শকদের সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন করছে । ইন্টারনেট পরিষেবার কারণে সব কিছু হাতের মুঠোয় থাকলেও ঠিক কতটা সুরক্ষিত এই পরিষেবা সে গল্পই বলবে ‘পাসওয়ার্ড’। পুজোতে কলকাতায় মুক্তি পেয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘পাসওয়ার্ড’।এবার বাংলাদেশে পাড়ি দেবে দেবের ‘পাসওয়ার্ড’।