কুড়িতে নবজন্ম ‘দোহার’-এর

< 1 - মিনিট |

দোহারের কর্মশালার চতুর্থ বছরে প্রয়াত কালিকাপ্রসাদের কথা মাথায় রেখে দোহারের সদস্যরা ভাওয়াইয়া গানের উপর কর্মশালার আয়োজন করেছে

কে আর সি টাইমস ডেস্ক

‘দোহার’-এর  কুড়ি বছর উপলক্ষ্যে পিসিচন্দ্র গার্ডেনে ভাওয়াইয়া গানের কর্মশালার আয়োজন| ১৯৯৯ এর ৭ আগস্ট কলকাতা শহরের কলেজস্ট্রিটের স্টুডেন্টস হলে প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে একটা ছোট্ট ঘরোয়া আসরে জন্ম নিয়েছিল ‘দোহার’।দেখতে দেখতে কেটে গেল কুড়ি বছর|

বলা যেতে পারে কুড়িতে  নতুন করে জন্ম নিল ‘দোহার’| তাই ‘দোহার’-এর  কুড়ি বছর উপলক্ষ্যে  ১৪ সেপ্টেম্বর পিসিচন্দ্র  গার্ডেনে ভাওয়াইয়া গানের কর্মশালার আয়োজন করেছে ‘দোহার’|  মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সে কথা জানালেন  ‘দোহার’-এর সদস্যরা|দোহার দলটি তৈরি করেছিলেন প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্য্য | মূলত তাঁর অনুপ্রেরণায় তৈরী হয়েছিল দোহার দলটি |

তিনি সবসময় চাইতেন বর্তমান প্রজন্ম  ভাওয়াইয়া গানের সঙ্গে যুক্ত থাক|তাই, দোহারের কর্মশালার চতুর্থ বছরে  প্রয়াত কালিকাপ্রসাদের  কথা মাথায় রেখে দোহারের সদস্যরা  ভাওয়াইয়া গানের  উপর কর্মশালার আয়োজন করেছে | সেই কর্মশালায় শিক্ষার্থীদের ভাওয়াইয়া গান শেখাবেন শিল্পী আয়েষা  সরকার | তাছাড়াও আগামী ১৫ সেপ্টেম্বর দোহারের কুড়ি বছর উপলক্ষ্যে রবীন্দ্রসদনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘বহুসুর-বহুস্বর’|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *