‘গুমনামি’ বিতর্ক শেষ হতে না হতেই নেতাজি-রাশিয়ার সম্পর্কে মজলেন সৃজিত

< 1 - মিনিট |

সৃজিত বলেন, ‘রাশিয়ায় নেতাজির উপস্থিতি নিয়ে অনেক গবেষণা হয়েছে। নেতাজি রাশিয়ায় ছিলেন, আমজনতার মধ্যে এই ধারণা রয়েছে। তাই আগামী দিনে রাশিয়ার সঙ্গে নেতাজির সম্পর্ক নিয়ে একটি ছবি তৈরি করতে চাই’

কে আর সি টাইমস ডেস্ক

নেতাজি সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধান রহস্যকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘গুমনামি’| তবে, সৃজিতের ‘গুমনামি’ নিয়ে বিতর্কের শেষ নেই| ‘গুমনামি’ নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই ফের রাশিয়ার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক নিয়ে কাহিনিচিত্র তৈরির ভাবনা শুরু করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক নিজেই জানালেন সেই কথা|

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘গুমনামি’-র ট্রেলার| তবে,‘গুমনামি’ ছবি নিয়ে চলতি বিতর্কের মধ্যে নতুন ঘোষণা সৃজিতের। আগামীদিনে সোভিয়েত রাশিয়ার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক নিয়ে কাহিনিচিত্র তৈরির ভাবনা শুরু করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

এই প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, ‘রাশিয়ায় নেতাজির উপস্থিতি নিয়ে অনেক গবেষণা হয়েছে। নেতাজি রাশিয়ায় ছিলেন, আমজনতার মধ্যে এই ধারণা রয়েছে। তাই আগামী দিনে রাশিয়ার সঙ্গে নেতাজির সম্পর্ক নিয়ে একটি ছবি তৈরি করতে চাই’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news