প্রায় সাত বছর পর আরও একবার বড় পর্দায় ফিরলেন চুলবুল পান্ডে
প্রায় সাত বছর পর আরও একবার বড় পর্দায় ফিরলেন চুলবুল পান্ডে | ফ্যানদের কথা দিয়ে কথা রাখলেন চুলবুল পান্ডে ওরফে সলমন খান|কারণ বুধবার মুক্তি পেল প্রভু দেবা পরিচালিত ‘দাবাং থ্রি’-র ট্রেলার |‘দাবাং থ্রি’ ফের আরেকবার একসঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষি সিনহা ও সলমন | ফ্যানদের কথা দিয়েছিলেন অভিনেতা সলমন, সুযোগ পেলেই ফের চুলবুল পাণ্ডেকে নিয়ে আসবেন সিনেমার পর্দায় | অবশেষে সেই কথা রাখলেন অভিনেতা |ইন্দোরে তুমুল আয়োজনের মধ্যে শুরু হয়ে গেছে দাবাং থ্রি-র শ্যুটিং | দাবাং থ্রি-র ট্রেলারে ফের আরও একবার দেখা গেল সলমনের চেনা স্বাগ |আর ট্রেলারে চুলবুল পান্ডে জানাচ্ছে সে এবার এসেছে বদলা নিতে|ক্রিসমাস উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দাবাং থ্রি’ । ছবিতে সলমন, সোনাক্ষিকে ছাড়াও দেখা যাবে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও |