পুজোতে প্রাইম টাইমে হিন্দির পাশাপশি দেখাতে হবে বাংলা ছবিও, চিঠি মাল্টিপ্লেক্সকে

< 1 - মিনিট |

পুজোর সময় মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত ‘পাসওয়ার্ড’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’, সায়ন্তন ঘোষালের ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী

কে আর সি টাইমস ডেস্ক

প্রতিবারই পুজোর সময় মুক্তি পায় একগুচ্ছ বাংলা ছবি | এইবছরও তার ব্যতিক্রম নয় | এইবছরও পুজোর সময় মুক্তি পাচ্ছে অনেকগুলো বাংলা ছবি  | কিন্তু বাংলা ছবির পাশাপশি একই সময়ে মুক্তি পাচ্ছে বেশ কিছু হিন্দি ছবিও | তাই পুজোর সময় যাতে প্রাইম টাইমে হিন্দি ছবির পাশাপশি বাংলা ছবিও দেখানো হয় সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে র তরফে  ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে | আর সে কথা আজ বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন তারকা সাংসদ দেব |

পুজোর সময়  মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত ‘পাসওয়ার্ড’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’, সায়ন্তন ঘোষালের ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী | আবার একই সময়ে হিন্দি ছবি   মুক্তি পাচ্ছে ‘ওয়ার’ এবং ‘নরসিংহ রেড্ডি’। অভিযোগ, বেশিরভাগ প্রাইমটাইম দখল করে নিচ্ছে এই দুটি হিন্দি ছবিই। ফলে  বাংলা ছবিকে দেওয়া হচ্ছে বাকি সময়ে। এই পরিস্থিতির সমাধান করতেই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান তারকা সাংসদ দেব, অরিন্দম শীল| তারপরেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে  ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয় প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর |

এই প্রসঙ্গে, টুইই করে অভিনেতা তথা সাংসদ  দেব লিখেছেন , ‘ আমি আবেদন করেছিলাম, কেবল আমার ছবির জন্য নয়, বাংলা সিনেমার জন্য । বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা সিনেমার পাশে থাকার জন্য  দিদিকে ধন্যবাদ,অনেক ধন্যবাদ রাজ্য সরকারকে, তাঁরা ব্যবস্থা নিয়েছেন । হ্যাঁ লেভেল প্লেয়িং গ্রাউন্ডটা দিন, আমরা লড়ে দেখিয়ে দেবো’। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news