‘কলকাতায় কোহিনূর’ দিয়েই রাজধানীর আঙিনায় শুরু বাংলা সিনে উৎসব

< 1 - মিনিট |

এবছর স্ক্রিনিংয়ের তালিকায় রয়েছে মোট ১১টি ছবি

কে আর সি টাইমস ডেস্ক

শুধু কলকাতা যে বাঙালির বাস একথা ভুল| কারন কলকাতার রাজধানী দিল্লিতেও থাকে প্রচুর বাঙালি | তাই দিল্লিতেও শুরু হল বাংলা সিনে উৎসব | পরিচালক শান্তনু ঘোষের ‘কলকাতায় কোহিনূর’ ছবির স্ক্রিনিং দিয়ে শুরু হল বাংলা সিনে উৎসব ।

দিল্লিতে বিগত ১২ বছর ধরে আয়োজিত হয়ে চলেছে বাংলা সিনে উৎসব।তাই বাদ গেলনা এই বছরও ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।আর পরিচালক শান্তনু ঘোষের ‘কলকাতায় কোহিনূর’ দিয়েই শুরু হল উৎসব|এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সাত্যকি বসু। সাত্যকি ইতিহাসবিদ। কোহিনুরের ইতিহাসচর্চাতেই মেতে থাকেন তিনি। কলকাতায় কি কোহিনুর রয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এক রহস্যের উন্মোচন করেন তিনি। অভিনেতা সৌমিত্রর পাশাপাশি ছবিতে দেখা যাবে টলিউডের আর এক বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দকে। তাঁর চরিত্রটির নাম তাপসরঞ্জন। যিনি ফ্রিম্যাসন, ইতিহাসবিদ এবং কোহিনুর বিশেষজ্ঞ। সৌমিত্র, বরুণ ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, অঙ্কিতা মজুমদারের মত শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।


এবছর স্ক্রিনিংয়ের তালিকায় রয়েছে মোট ১১টি ছবি, ‘তারিখ’, ‘মুখার্জীদার বউ’, ‘সামসারা’, ‘মাটি’, ‘বিজয়া’, ‘অব্যক্ত’, ‘শ্রাবণের ধারা’, ‘লাইমলাইট’, ‘আহা রে’ এবং ‘আমি জয় চ্যাটার্জি’ এবং অবশ্যই ‘কলকাতায় কোহিনূর’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news