প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রকাশিত হল মন বৈরাগীর পোস্টার

2 - মিনিট |

নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিনে নয়াদিল্লিতে প্রকাশিত হল তাঁর গোটা জীবনী নিয়ে রচিত বই “টার্বুলেন্স অ্যান্ড ট্রায়াম্ফ : দ্য মোদি ডে’স”

কে আর সি টাইমস ডেস্ক

এমনিতে নিজের জন্মদিন সেভাবে পালন করেন না প্রধানমন্ত্রী। কিন্তু, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর চলতি বছর একেবারে উৎসবের মেজাজে দেশ জুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে দেশের তাবড় ক্রীড়াবিদ, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বাকি রাখলেন না কেউই। প্রধানমন্ত্রীর জন্মদিন বলে কথা! শুভেচ্ছা জানালেন বলিউডের সেলেবরাও।

প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিনে বেলা ১১.৩০টায় তাঁর জীবনের উল্লেখযোগ্য মোড়ের ঘটনা নিয়ে তৈরি ছবি ‘মন বৈরাগী’র প্রথম পোস্টার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন অক্ষয় কুমার। জন্মদিনেই নয়াদিল্লিতে প্রকাশিত হল “টার্বুলেন্স অ্যান্ড ট্রায়াম্ফ : দ্য মোদি ডে’স”। রাহুল আগরওয়াল এবং ভারতী এস প্রধানের যৌথভাবে রচিত এই বইতে ছবির মাধ্যমে নরেন্দ্র মোদির গোটা জীবনী তুলে ধরা হয়েছে। 

গুজরাটের ভাডনগরের কিশোর থেকে দিল্লিতে ক্ষমতার শীর্ষ অলিন্দে উঠে আসা এবং ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হয়ে ওঠার দিকগুলি “টার্বুলেন্স অ্যান্ড ট্রায়াম্ফ : দ্য মোদি ডে’স” বইতে ছবি মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর আত্মীয়, বন্ধুজন, সহকর্মী, সহযোগীদের বক্তব্য এই বইটিতে ব্যবহার করা হয়েছে। ওম বুকস ইন্টারন্যাশনাল বইটির প্রকশনা করছে। প্রধানমন্ত্রীর ৬৯ তম জন্মদিনের সকালেই ঘোষণা করা হয়েছিল, তাঁর জীবনের উল্লেখযোগ্য মোড়ের ঘটনা নিয়েই তৈরি হবে এক ঘন্টা দীর্ঘ ছবি ‘মন বৈরাগী’।

আর তার প্রযোজনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় লীলা বনশালী। ছবিটির ফার্স্ট লুক শেয়ার করে অভিনেতা অক্ষয় কুমার জানালেন, সঞ্জয় লীলা বনশালী ও মহাবীর জৈন প্রযোজিত এবং সঞ্জয় ত্রিপাঠী পরিচালিত এই স্পেশাল ফিচার ‘মন বৈরাগী’র প্রথম লুক প্রকাশ করতে পেরে তিনি অত্যন্ত খুশি। 

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, একজন গর্বিত ভারতীয় হিসাবে প্রধানমন্ত্রীকে বিনম্র অভিনন্দন। টুইট করে মধুর ভাণ্ডারকর জানিয়েছেন, “আমাদের মহান জাতির সংস্কার ও বিকাশের জন্য আপনার অবিচ্ছিন্ন প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

প্রভু গণেশের কাছে আপনার সুদীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন কামনা করি।”শুভেচ্ছাবার্তায় পরিচালক করণ জোহর লিখেছেন, “আপনার অনুপ্রেরণা এবং ভালোবাসা দিয়েই আমাদের মহান দেশের শক্তি ক্রমশ বৃদ্ধি পাক। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।”শুভেচ্ছা জানিয়েছেন রবিনা ট্যান্ডন। তাঁর কথায়, “হ্যাপি বার্থডে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। প্রধানমন্ত্রীর সাফল্য এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করি। তাঁর হাত ধরেই যেন আমরা, সকল দেশবাসী সাফল্য ও বিকাশের উচ্চতর পৌঁছতে পারি।”টুইট করে অর্জুন কাপুর লিখেছেন, “আপনার নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও দেশের প্রতি কঠোর পরিশ্রম আমাদের সকলকে অনুপ্রাণিত করে !!! জন্মদিনের আন্তরিক আন্তরিক শুভেচ্ছা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news