বোস্টন চলচ্চিত্র উৎসবে নীনা গুপ্তার মুকুটে জুড়ল জোড়া পালক

< 1 - মিনিট |

অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন আনন্দিত নীনা গুপ্তা

কে আর সি টাইমস ডেস্ক

বোস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জোড়া অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। ‘বাধাই হো’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী এবং তাঁর অভিনীত ‘দ্য লাস্ট কালার’ সেরা ফিচার ফিল্ম বিভাগে জয়ী হয়। অনুরাগীদের ভালোবাসা এবং সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন আনন্দিত নীনা গুপ্তা। বিশ্ববিখ্যাত শেফ বিকাশ খান্না পরিচালিত ‘দ্য লাস্ট কালার’ ভারতের বৃন্দাবন এবং বারাণসীতে বসবাসকারী বিধবাদের পারিপার্শ্বিক অলঙ্ঘনীয় বিষয়গুলি নিয়ে তৈরি।

কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয় এবং এরপর থেকে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল ২০১৯ সহ একাধিক চলচ্চিত্র উৎসবে এবং অন্যান্যগুলির মধ্যে ইন্ডি মেম ফিল্ম ফেস্টিভালেও ছবিটি প্রদর্শিত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *