কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমসাময়িক পরিচালকদের ছবি দেখানোর সম্ভাবনা
এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমসাময়িক পরিচালকদের ছবি দেখানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে । এতদিন নিয়ম ছিল স্ক্রিনিং হওয়া কোনও ছবি ফেস্টিভ্যালে দেখানো হবে না । এবার সেই নিয়ম শিথিল করা হয়েছে ।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে । অমিতাভ বচ্চন এবারও উদ্বোধনের দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ আলো করে থাকছেন, থাকছেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানও । উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি, উদ্বোধনী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’।
সমসাময়িক পরিচালকদের ছবি দেখানোর সম্ভাবনার ফলে এবার কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো এই সময়ের পরিচালকদের ছবি দেখানোর সম্ভাবনাও তৈরি হয়েছে।
উদ্বোধনের দিন আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে শর্মিলা ঠাকুর, রাখী গুলজারকে । আসতে পারেন সঞ্জয় দত্তও। তবে গুলজার এই উৎসবে আসতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয় । এই চলচ্চিত্র উৎসব নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে । চেয়ারম্যান হিসেবে রাজ চক্রবর্তীর দায়িত্বগ্রহণ আর উপদেষ্টা কমিটি থেকে প্রসেনজিৎ আর অপর্ণা সেনের পদত্যাগ নিয়ে কম জলঘোলা হয়নি । জুরি বোর্ডে কারা কারা আছেন সে বিষয়েও সরকারিভাবে কোনও তথ্য জানা যায়নি । ফলে সব কিছু নিয়েই একটা ধোঁয়াশা রয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান রাজ চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন,‘অনেক খবরই বেরচ্ছে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না । সবটাই আমরা সাংবাদিক সম্মেলন করে জানাব।