কলকাতার গল্পে এবার পুজোয় ‘চেনা শহর’

< 1 - মিনিট |

‘চেনা শহর’ মিউজিক অ্যালবাম মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক ও সুরকার অনুপ ঘোষাল, ওপার বাংলার শিল্পী সুস্মিতা আনিস, সুরকার ও সঙ্গীত পরিচালক জয় সরকার, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা শহরটা কলকাতাবাসীর কাছে যেন এক নস্টালজিয়া | কলকাতা এমন এক শহর যেখানে সকালের ঘুম ভাঙে ট্রামের ঘন্টির টুং টাং শব্দে | আবার কখনও ঘুম ভাঙে পাড়ার মোড়ের চায়ের দোকানের আড্ডার শব্দে | কলকাতা আমার শহর কলকাতা আপনার শহর | যেখানে এপার বাংলা ওপার বাংলা মিলে মিশে হয় এক | তাই, এবার শহরের মাঝে অন্য এক শহরের হদিস দেবে সুস্মিতা আনিসের নতুন গানের অ্যালবাম ‘চেনা শহর ’ |সাংবাদিক সন্মেলনের মাধ্যমে কলকাতার এক পাঁচ তারা হোটেলে মুক্তি পেল ‘চেনা শহর’ মিউজিক অ্যালবাম |


‘চেনা শহর’ মিউজিক অ্যালবামে ওপার বাংলার শিল্পী গান গাইলেও সেখানে কথা ও সুর দিয়েছেন এপার বাংলার শিল্পী| গানের কথায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও সুর দিয়েছেন জয় সরকার | দুই বাংলার মিলনে ‘চেনা শহর’ যেন এপার বাংলা ওপার বাংলার মিলনস্থল | ‘চেনা শহর’ মিউজিক এলবামে সুস্মিতা আনিসের গলায় শোনা যাবে চারটি গান | আর প্রতিটি গানই কলকাতা শহরকে নিয়ে | ‘চেনা শহর’-এর মাধ্যমে শহরের মাঝে অন্য আরেক শহরের হদিস পাবে বাঙালি | এদিন ‘চেনা শহর’ মিউজিক অ্যালবাম মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক ও সুরকার অনুপ ঘোষাল, ওপার বাংলার শিল্পী সুস্মিতা আনিস, সুরকার ও সঙ্গীত পরিচালক জয় সরকার, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় |
এই প্রসঙ্গে শিল্পী সুস্মিতা আনিস বলেন, ‘চেনা শহর’ এলবামটি দুই বাংলার মিলনের এক বহিঃপ্রকাশ | গানগুলির মধ্যে বৈচিত্রময় ভাবনা রয়েছে তাই আশা করছি গান গুলো সবার ভালো লাগবে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *