ছবির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবিতে অভিনয় করেলেও স্ক্রিন শেয়ার করেননি অভিনেতা ঋদ্ধি সেন। তবে, এবার একই ফ্রেম শেয়ার করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধি সেন। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘বিসমিল্লা’ তে একই ফ্রেমে দেখা যাবে ঋদ্ধি ও কৌশিককে।
‘নগরকীর্তন’-এর পর ‘বিসমিল্লা’ দিয়েই পথচলা শুরু করলেন অভিনেতা ঋদ্ধি । ঋদ্ধি সেন তার ফেসবুক পোস্টে টিজার পোস্টার দিয়েই ছবির কথা ঘোষণা করেছেন ।তাছাড়াও সহ-অভিনেতা হিসেবে পরিচালক কৌশিককে পেয়ে বেশ উচ্ছসিত অভিনেতা । ২০১৯-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ছবির বিষয়বস্তু যে বেশ প্রাসঙ্গিক, তেমনটাই ইঙ্গিত দিলেন ঋদ্ধি ।
তবে,ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘বিসমিল্লা’তে কৌশিক এবং ঋদ্ধি ছাড়া আর কে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। ছবির শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে ।