শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্নমৈনাক’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবির প্রেক্ষাপট
পুজো এবার জমজমাট | কারন এই বছর পুজোয় দর্শকরা দেখতে পাবেন টলিপাড়ার নয়া ব্যোমকেশ পরমব্রত চট্টোপাধ্যায়কে| পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর হাত ধরেই ব্যোমকেশ রূপে হাজির হতে চলেছেন অভিনেতা পরমব্রত | মুক্তি পেল ‘সত্যান্বেষী ব্যোমকেশ’-এর পোস্টারও|
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্নমৈনাক’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবির প্রেক্ষাপট । ছবির গল্প অনুযায়ী সন্তোষ সমাদ্দারের বাড়িতে থাকে হেনা । অথচ সে সন্তোষবাবুর কেউ হয় না। লতায়-পাতায় আত্মীয়ও নয়। কিন্তু বাড়ির লোক যা সুবিধা পায় না, সেই সুবিধা ভোগ করে হেনা। এই হেনা হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। রহস্যোদঘাটনের কাজে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে তাঁর চিরন্তন সঙ্গী অজিত। তদন্তে করতে গিয়ে জানা যায় বাড়ির দুই ছেলে যুগল আর উদয়ের নজর ছিল হেনার দিকে।
সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মাও সন্দেহের বাইরে ছিল না। ক্রমে জানা যায় এক বাঁশিওয়ালার খবর। শহরের অন্য এক প্রান্তে খোঁজ মেলে একটি ঘরের। যার চাবি ছিল হেনার কাছে। কিন্তু ঘরের ব্যাপারে ঘুণাক্ষরেও জানত না কেউ । এই নিয়েই এগোবে ছবির গল্প | ছবিতে পরমব্রত ছাড়াও অজিতের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে । গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকেও।পুজতেই মুক্তি পাবে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’|