‘সিজ়নস গ্রিটিংস’ এবার কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

< 1 - মিনিট |

আগামী ২৭ অক্টোবর থেকে এক্সচেঞ্জ হোটেলে আয়োজিত হবে কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কে আর সি টাইমস ডেস্ক

ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতে এবার সমপ্রেম ও রূপান্তরকামীদের জীবন নিয়ে গল্প বেধেছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের নতুন ছবির ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজনস গ্রিটিংস’ ৷ এবার পরিচালক রামকমলের ‘সিজ়নস গ্রিটিংস’ দেখানো হবে কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।


সমকামী ও ট্রান্সজেন্ডারদের উপর অত্যাচার ও অসহিষ্ণুতার কথা উঠে আসবে এই ছবিতে। এই ছবির মধ্যে আরও বেশি করে নাগরিকদের মধ্যে সমপ্রেম ও এলজিবিটি রাইটস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চান পরিচালক । কারণ এই ছবিতে সমকামী ও রূপান্তরকামীদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে যা জনসাধারণের জানা প্রয়োজন। মা ও মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে এগোবে ছবির গল্প । এই ছবিতে মেয়ের চরিত্রে দেখা যাবে সেলিনা জেটলিকে । এই ছবির মাধ্যমে বহুদিন পর কামব্যাক করছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ৷ মায়ের চরিত্রে দেখা যাবে লিলেট দুবে ।

সেলিনা ও লিলেট ছাড়াও এই ছবির প্রধান পুরুষ চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে নবাগত আজহার খানকে। তাছাড়াও এই ছবির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রী ঘটক মুহুরি । আর এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন কলকাতার রুপান্তরিত শ্রী | ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই মূলত এই ছবির গল্প বেধেছেন পরিচালক রামকমল । আগামী ২৭ অক্টোবর থেকে এক্সচেঞ্জ হোটেলে আয়োজিত হবে কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।

সেখানে উপস্থিত থাকবেন ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্র জগতের অনেকেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি। এই প্রসঙ্গে পরিচালক রামকমল বলেন, ‘ এখনও ভাবতেই পারছিনা কার্ডিফ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি দুটো মনোনীত হয়েছে। ‘সিজ়নস গ্রিটিংস’ ছাড়াও একই ফেস্টিভ্যালে আমার স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘কেকওয়াক’-ও দেখানো হবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news