নারীর খারাপ চরিত্রায়ণের অভিযোগে আইনি জালে ‘সেকশন ৩৭৫’

< 1 - মিনিট |

অক্ষয় খান্না ও রিচা চাড্ডার পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে রাহুল ভাট ও মীরা চোপড়াকেও। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সেকশন ৩৭৫’

কে আর সি টাইমস ডেস্ক

 নারীর খারাপ চরিত্রায়ণ এবং বিভিন্ন আইনি পদ্ধতি ত্রুটিপূর্ণভাবে উপস্থাপন করার অভিযোগে ‘সেকশন ৩৭৫’ সিনেমার দুই প্রযোজক সহ অভিনেতা অক্ষয় খান্নার বিরুদ্ধে সমন জারি করল পুনে সিভিল কোর্ট। পুনে সিভিল কোর্টে আইনজীবী ওয়াজেদ খান পাঠানের দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে অক্ষয় খান্না ও সিনেমার দুই প্রযোজকের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আইনজীবী ওয়াজেদ খান পাঠানের দাবি, “ছবিতে নারীর খারাপ চরিত্রায়ণ করা হয়েছে এবং বিভিন্ন আইনি পদ্ধতি ত্রুটিপূর্ণভাবে উপস্থাপন ও ব্যাখ্যা করা হয়েছে।”
দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে রিচা চাড্ডা ও অক্ষয় খান্না অভিনীত ‘সেকশন ৩৭৫’-এর টিজার। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার বেশ কিছু বিষয় উঠে এসেছে এই ছবির টিজারে। প্রসঙ্গত, দেশে ঘটে যাওয়া ধর্ষণের কয়েকটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ছবি। ছবির পরিচালনা করছেন অজয় বহেল। অক্ষয় খান্না ও রিচা চাড্ডার পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে রাহুল ভাট ও মীরা চোপড়াকেও। আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘সেকশন ৩৭৫’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *