প্রয়াত হলেন রামসে ব্রাদার্স-এর ডিরেক্টর শ্যাম রামসে

< 1 - মিনিট |

প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর, তাঁর মৃত্যু চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি

কে আর সি টাইমস ডেস্ক

চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি! প্রয়াত হলেন রামসে ব্রাদার্স-এর ডিরেক্টর শ্যাম রামসে| নিউমোনিয়ার অসুখে ভুগছিলেন রামসে ব্রাদার্স-এর ডিরেক্টর শ্যাম রামসে| বুধবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে শ্যাম রামসে-র বয়স হয়েছিল ৬৭ বছর| পরিবার সূত্রের খবর, নিউমোনিয়ার অসুখে ভুগছিলেন শ্যাম রামসে| বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শ্যাম রামসে-র জীবনাবসান হয়েছে| সাশা এবং নর্মতা, দুই কন্যাকে রেখে না ফেরার দেশে চলে গেলেন শ্যাম রামসে|

আটের দশকে হিন্দি ভূতের ছবি মানেই-রামসে ব্রাদার্স| রামসে ব্রাদার্স-এর প্রয়োজনায় তৈরি হয়েছিল ‘ভিরানা’ ছবিটি| এছাড়াও ‘পুরানি হাভেলি’, ‘পুরানা মন্দির’, ‘দরবাজা’ প্রভৃতি ভূতের ছবি প্রযোজনা করেছে রামসে ব্রাদার্স|রামসে ব্রাদার্স গোষ্ঠীর ‘প্রধান মস্তিষ্ক’ মনে করা হত শ্যাম রামসে-কে| শ্যাম রামসে-র প্রয়াণ চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন অনেকে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *