পরিচালকজুটি সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর হাত ধরে নতুন ছবি ‘শ্রাবণের ধারা’-তে একই ফ্রেমে দেখা যাবে সৌমিত্র– পরমব্রতকে
আরও একবার ফ্রেম শেয়ার করতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালকজুটি সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর হাত ধরে নতুন ছবি ‘শ্রাবণের ধারা’-তে একই ফ্রেমে দেখা যাবে সৌমিত্র– পরমব্রতকে।
ছবির গল্প অ্যালঝাইমার্স কিংবা ডিমেনশিয়ার মতো মারাত্মক বাস্তব সমস্যা নিয়ে। ছবিতে তরুণ চিকিৎসক নীলাভ রায়ের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবির গল্প অনুযায়ী অমিতাভ রায়, ইতিহাসের খ্যাতনামা অধ্যাপক। যিনি কিনা বরাবরই অ্যালঝাইমার্সে ভুক্তভোগী। বয়সকালে এই রোগের জন্য অমিতাভকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেই নিয়েই এগোবে ছবির গল্প। অমিতাভ রায়ের চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ছবিতে গার্গী রায়চৌধুরি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা যাবে জুটি বাঁধতে। সৌমিত্রের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে গার্গীকে।