দাদা সাহেব ফালকের জন্য চূড়ান্ত হল অমিতাভ বচ্চনের নাম

< 1 - মিনিট |

মঙ্গলবার ঐতিহ্যশালী এই পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর

কে আর সি টাইমস ডেস্ক

চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার ঐতিহ্যশালী এই পুরস্কারের জন্য অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর। সর্বসম্মতিক্রমেই যে বিগ-বির  নাম চূড়ান্ত করা হয়েছে তাও জানিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়া ট্যুইটারে প্রকাশ জাভরেকর লিখেছেন, বিনোদন দেওয়ার পাশাপাশি দুইটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য তাঁর নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়েছে। গোটা দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও এতে খুশি। হৃদয়পূর্ণ অভিনন্দন রইল অমিতাভ বচ্চনের প্রতি।  

প্রখ্যাত হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ বচ্চনের চার দশকের অভিনয় জীবনে বহু অসাধারণ ছবি উপহার দিয়েছেন। শোলে, ডন, অমর আকবর অ্যাণ্টনি, নমকহালাল, শহেনশা, খুদাগওয়া, পা, ব্ল্যাক, দিওয়াড় সহ বহু স্মরণীয় ছবি দেশবাসীকে উপহার দিয়েছেন। বর্তমানে ৭৬ বছর বয়সেও সমান ভাবে কাজ করে চলেছেন তিনি। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news