২ অক্টোবর ই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’
নেতাজি সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধান রহস্যকেই কেন্দ্র করে তৈরী হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘গুমনামী’| তবে, সৃজিতের ‘গুমনামী’ নিয়ে বিতর্কের শেষ নেই|জনস্বার্থ মামলা-র কারণে ‘গুমনামী মুক্তি ঘিরে আশঙ্কা র তৈরি হয়েছি ।তবে,অবশেষে কেটে গেল মেঘ।
আজ বুধবার সেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু-র অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘গুমনামী’। কিন্তু ছবিকে কেন্দ্র করে বহু প্রশ্ন তোলেন নেতাজির পরিবারে তরফে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘গুমনামী’-র মুক্তি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গেল। একটি জনস্বার্থ মামলাটি খারিজ হয়ে যাওয়ায় ছবিটির মুক্তি ঘিরে আর কোনও জটিলতা রইল না বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও আপত্তি ছিল এই ছবি ঘিরে। ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়ই ছবির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এমন বিবিধ প্রসঙ্গ তুলে দেবব্রত রায়ের পক্ষ থেকে যে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল, সেই মামলাটই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তাই আগামী ২ অক্টোবর ই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামী’।
১৯৪৫ সালের ১৮ অগাস্ট শেষবারের মতো প্রকাশ্যে দেখা যায় নেতাজী সুভাষচন্দ্র বসুকে। একটি বিমানে চড়ছিলেন তিনি। ইতিহাস বলে, ভেঙে পড়েছিল সেই বিমান, অথচ বিমানের ধ্বংসাবশেষ অথবা নেতাজীর দেহ উদ্ধার হয় নি কখনও। তার পর থেকে বহু মানুষ বহুবার দাবি করেছেন, বেঁচে আছেন নেতাজী।
কিন্তু কোনও নির্ভরযোগ্য প্রমাণ কেউ দেখাতে পারেন নি। পাশাপাশি, তাঁর মৃত্যুর প্রমাণও পাওয়া যায় নি আজ পর্যন্ত। তিনি তারপরেও বেঁচে ছিলেন!বিমান দুর্ঘটনায় কি তিনি মারা গেছিলেন!সেইসব ঘটনা তুলে ধরবেন পরিচালক সৃজিত ‘গুমনামী’ তে। ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তীকে।