ওপার বাংলার ‘একটি সিনেমার গল্প’ এবার কলকাতায়

< 1 - মিনিট |

মুক্তি পেলো ‘একটি সিনেমার গল্প’-র ট্রেলার।

কে আর সি টাইমস ডেস্ক

ওপার বাংলা এপার বাংলার মিলনে আসতে চলেছে ‘একটি সিনেমার গল্প’।  বাংলাদেশে  মুক্তি পাওয়ার পর আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পেতে চলেছে এবার এপার বাংলায়। মুক্তি পেলো ‘একটি সিনেমার গল্প’-র ট্রেলার।

আলমগীর পরিচালিত ‘ ‘একটি সিনেমার গল্প’ ছবিতে চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন এপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।   ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, সাবেরী আলম, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ। ২৯ নভেম্বর কলকাতায় ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাবে।   এই প্রসঙ্গে পরিচালক ওরফে অভিনেতা আলমগীর বলেন, ‘দেশে প্রশংসা কুড়িয়ে আমার ছবিটি এবার কলকাতায় যাচ্ছে।   এটা আমার জন্য সত্যি আনন্দের।  ওপার বাংলায় আমার অনেক বন্ধু আছে, সেখানে কাজের অভিজ্ঞতাও অনেক। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন।  আমার বিশ্বাস, ছবিটি সেখানেও প্রশংসিত হবে’। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *