ডেপাভেলের ‘বালা’ নাকি অভিমন্যুর ‘টেকো’ জোর তরজা টলিউ

< 1 - মিনিট |

এবার প্রতিদন্ধী দুই বাঙালি পরিচালক। কারণ আংশিক একই ভাবনায় একই সময়ে দুই ভিন্ন ভাষায় আসছে দুই ব্নাগ্লি পরিচালকের দুই ভিন্ন ছবি

কে আর সি টাইমস ডেস্ক

এবার প্রতিদন্ধী দুই বাঙালি পরিচালক। কারণ আংশিক একই ভাবনায় একই সময়ে দুই ভিন্ন ভাষায় আসছে দুই ব্নাগ্লি পরিচালকের দুই ভিন্ন ছবি। একদিকে পরিচালক পাভেলের ‘বালা’ অন্যদিকে অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘টেকো’। এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ। আর দুই বাঙালি পরিচাকের দুই ছবি জোর তরজা চলছে টলিউডে।

আজ রবিবার মুক্তি পায় পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘টেকো’-র ট্রেলার। ট্রেলার মুক্তির পর পরিচালক ফেসবুকে পোস্ট করে লেখেন ‘গল্প আলাদা। ভাবনা আলাদা। তাই নো রাখ ঢাক। অনলি টাক ‘টেকো’। অভিনেত্রী মানালি মনীষা দে লেখেন, ‘শুরু হয়ে গেছে। টেকো আসছে। অন্য কোনও ভাষার ছবি থেকে অনুপ্রাণিত নয়’। অন্যদিকে জয়িতা রায় কস্টিউম ডিজাইনার লেখেন, ‘যে যাই বলুক আমাদের চুল ছেড়া যায়। কারণ আমাদের টাক টা যে আসল।’ 

উল্লেখ্য, ২২ নভেম্বর মুক্তি পাবে অভিমন্যুর ‘টেকো’। টেকো’-র গল্প মীনা ও অলোকেশকে কেন্দ্র করে মীনা মাথায় চুল রাখতে পছন্দ করে। যার মাথায় চুল আছে এমন ছেলেকেই বিয়ে করতে চায়। অন্যদিকে অলোকেশ চুল নিয়ে খুব কনসার্ন। এদিকে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে, একে ওপরকে পছন্দ হয় অলোকেশ ও মীনার । বিয়েও ঠিক হয়ে যায় । কিন্তু মাঝে ঘটে বিপত্তি, এক নামি কোম্পানির সুবাস তেল মেখে টাক পরে যায় অলোকেশের । অলোকেশ রাগে দুঃখে ওই প্রোডাক্টের সংস্থার বিরুদ্ধে মামলা করে । কিন্তু সে মামলায় কী অলোকেশ জেতে? আর মীনা সে কী ‘টেকো’ অলোকেশকে মেনে নেয় তা আওবশ্য বলবে পরিচালক অভিমুন্যর ‘টেকো’। ছবিতে মীনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তীকে আর অলোকেশের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।  অন্যদিকে ৭ নভেম্বর মুক্তি পাবে পাভেলের ‘বালা’। ছবির গল্প অনুযায়ী, পুরুষদের চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে। ছেলেদের ইনকাম ও চুল দিয়ে  । চুল না থকলে বিয়ে হয় না । এই নিয়েই এগোবে ছবির গল্প। চ্ঝ্বিতে আয়ুস্মান খুরানা ও ইয়ামি গৌতমকে দেখা যাবে । 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news