মৃণালে মাতবে এবারের চলচ্চিত্র উৎসব

< 1 - মিনিট |

মৃণাল সেনের পাশাপাশি বিখ্যাত ইতালিয়ান পরিচালক বেরনার্দো বের্তোলুচির রেট্রোস্পেক্টিভও থাকছে

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে তুমুল উৎসাহ থাকে সিনেপ্রেমীদের মনে|কারন এই বছর ২৫ বছরে পা দেবে কলকাতা চলচ্চিত্র উৎসব | আর এই বছর মৃণাল সেনের প্রথম মৃত্যু বার্ষিকী | সেই উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পরিচালকের বিভিন্ন সেরা ছবি |

গত বছর ডিসেম্বরে মারা যান পরিচালক মৃণাল সেন | তাই এই বছর মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে মৃণাল সেনের রেট্রোস্পেক্টিভ তুলে ধরা হবে চলচ্চিত্র উৎসবে | এই বছর চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণই হল মৃণাল সেন। পরিচালকের সেরা ছবিগুলি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে | মৃণাল সেনের পাশাপাশি বিখ্যাত ইতালিয়ান পরিচালক বেরনার্দো বের্তোলুচির রেট্রোস্পেক্টিভও থাকছে । গত বছর নভেম্বরে মারা যান তিনিও। তাছাড়াও এই বছরে চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। সে দেশের নতুন-পুরনো সব ধরনের ছবিই দেখানো হবে। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৫ নভেম্বর। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী | মুখ্য উপদেষ্টা পদে অরূপ বিশ্বাস ও কো-চেয়ারম্যান পদে ইন্দ্রনীল সেন |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news