শকুন্তলা দেবী একজন লেখিকা এবং তাঁকে ক্যালুলেটর মানুষও বলা হয়ে থাকে
শকুন্তলা দেবীকে চেনেনা এরকম মানুষ বেশ খুঁজে পাওয়া দায়|কারন শকুন্তলা দেবী মানব কম্পিউটার নামে পরিচিত|কারন,তিনি মাত্র ৫ বছর বয়সেই ১৮ বছরের ছাত্রদের অঙ্কের সমাধান করতেন|আর এবার সেই শকুন্তলা দেবীকে নিয়ে গল্প বাঁধলেন পরিচালক অনু মেনন|আর সেখানেই মানব কম্পিউটারের রুপে দেখা যাবে বিদ্যা বালানকে|আজ সোমবার মুক্তি পেল ‘শকুন্তলা দেবী হিউম্যান কম্পিউটার ’ছবির ফার্স্টলুক ও টিজার |
শকুন্তলা দেবী একজন লেখিকা এবং তাঁকে ক্যালুলেটর মানুষও বলা হয়ে থাকে। ১৯৬০ সালের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে ভারতে ফিরে বিয়ে করেন আইপিএস অফিসার পরিতোষ বন্দ্যোপাধ্যায়কে। যদিও ১৯৭৯ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের।১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত হয়। জ্যোতিষবিদ্যায়ও পারদর্শী ছিলেন শকুন্তলা দেবী।আর এই নিয়েই এগোবে ছবির গল্প |ছবিতে বিদ্যা বালানের স্বামীর ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে|তাছাড়াও এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী নয়নিকা মোহান্তিকে৷সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী বছর গরমে|