মডেল হতে গেলে বা আভিনয় করতে গেলে শুধু ৩৪, ২৬, ৩৪ হলেই চলেনা। তা আরও একবার প্রমান করলো এফএফএসিই-র ‘আনোখী’। ১৫ জন ‘আনোখী’ র মধ্যে যেমন ছিলেন ২০ বছরের কুমারী তেমনই ছিলেন ৬০ বছর বয়সী মহিলাও।
কি মনে পড়ে ওম শান্তি ওম মুভিতে কিং খানের সেই বহুল জনপ্রিয় ডায়লগ? শুধু জনপ্রিয়তার শীর্ষে যে এই ডায়লগ তা একেবারেই নয়। বরং জীবনের প্রতি ব্যার্থতার মুহূর্তে নিজেকে ফিরে পেতে বা আবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সত্যিই এই ডায়লগের জুড়ি মেলা ভার।”Kehte hain ki …… Agar kisi cheez ko dil se chaaho to puri kayanat usey tumse milane ki koshish mein lag jaati hai.” সত্যিই হয়তো তাই।
বয়সবাড়ার সঙ্গে সঙ্গেই অনেকেই মনে করে আমরা আমাদের সৌন্দর্য হারিয়ে ফেলছি | কিন্তু বার্ধক্য বাইরের সৌন্দর্যে আঘাত হানলেও মনের সুন্দরতা! তা তো ব্যক্তির নিজের। বয়স শুধুই একটা নম্বর মাত্র। সে কথা আরও একবার মনে করিয়ে দিল এফএফএসিই | রাজ-শুভশ্রীর হাত ধরে সোমবার কলকাতার এক পাঁচ তারা হোটেলে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে ১৫ জন আনোখীকে বেছে নিল এফএফএসিই।
মডেল হতে গেলে বা আভিনয় করতে গেলে শুধু ৩৪, ২৬, ৩৪ হলেই চলেনা। আবার বয়স বেড়ে যাওয়া মানে এমন নয় সে পিছিয়ে যাবে। তা আরও একবার প্রমান করলো এফএফএসিই-র ‘আনোখী’। ১৫ জন ‘আনোখী’ র মধ্যে যেমন ছিলেন ২০ বছরের কুমারী তেমনই ছিলেন ৬০ বছর বয়সী মহিলাও। কেউ লম্বা আবার বেটে। রোগা, লম্বা বাইরের সৌন্দর্য না দেখে মানুষের ভিতরের সৌন্দর্যকেই বেছে নিয়েছে এফএফএসি । এদিন এফএফএসিই-র ‘আনোখী’-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী|