অখিল ভারতীয় তেরাপন্ত যুব পরিষদ আয়োজিত মেঘা রক্তদান শিবিরে 310 জন পুরুষ মহিলা রক্তদান করলেন

< 1 - মিনিট |

তেরাপন্থ সমাজের দীক্ষা দিবস এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হয়

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – অখিল ভারতীয় তেরাপন্ত যুব পরিষদ আয়োজিত মেঘা রক্তদান শিবিরে 310 জন পুরুষ মহিলা রক্তদান করলেন। তেরাপন্থ সমাজের দীক্ষা দিবস এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এই মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্য সহ বরাক উপত্যকার করিমগঞ্জ শিলচর এবং হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শিলচরের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সহযোগিতায় ছিল শিলচর মেডিকেল কলেজ, কাছাড় ক্যান্সার হাসপাতাল, শিলচর সিভিল হাসপাতাল, রেড ক্রস সোসাইটি সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। এই মেঘা ডোনেশন ক্যাম্পে সুরেন্দ্র বৈদি নামে এক ব্যবসায়ী ১০২ তম রক্তদান করেন। যুব পরিষদের পক্ষ থেকে এদিন তাকে জৈন ভবনে সম্মানিত করা হয়।

Promotional

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news