অসমের সব কিডনি রোগীকে বিনামূল্যে ডায়ালেসিস, ঘোষণা হিমন্তবিশ্বের

2 - মিনিট |

ধনি, গরিব-দুখি, অটলঅমৃত, আয়ুস্মান ভারতের কার্ড থাকুক বা-না থাকুক, সকলেই বিনামূল্যের এই প্রকল্পের সুবিধা পাবেন সরকারি হাসপাতালে, জানান ড. হিমন্তবিশ্ব শর্মা

কে আর সি টাইমস ডেস্ক

অসমের সব কিডনি রোগীকে আগামী ১৪ জুন থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালেসিসের সুবিধা দেবে সরকার। ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। গুয়াহাটিতে মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে মন্ত্রী ড. শর্মা জানান, অ্যাপলো হাসপাতাল কর্তৃপক্ষ অসমে এই প্রকল্পের অধীনে চিকিৎসা সম্পৰ্কীয় বিষয় ইত্যাদি পরিচালনা করবেন। রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি হাসপাতালে এই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ও কারিগরি সহযোগিতা প্রদান করবে অসম সরকার।

প্ৰধানমন্ত্ৰী রাষ্ট্ৰীয় ডায়ালেসিস প্রকল্পের সৌজন্যে রাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযানের অধীনে অসম সরকারের সহযোগিতায় এই পরিষেবা উপলব্ধ হবে বলে জানিয়ে মন্ত্রী জানান, চিকিৎসা বাবদ ব্যয়ের ৯০ শতাংশ কেন্দ্ৰীয় সরকার এবং ১০ শতাংশ রাজ্য সরকার বহন করবে। তিনি জানান, বিনামূল্যে ডায়ালেসিসের সুবিধা পাওয়ার ক্ষেত্ৰে রোগীর আয় সম্পৰ্কীয় কোনও সীমাবদ্ধতা থাকবে না। ধনি, গরিব-দুখি, অটলঅমৃত, আয়ুস্মান ভারতের কার্ড থাকুক বা-না থাকুক, সকলেই বিনামূল্যের এই প্রকল্পের সুবিধা পাবেন সরকারি হাসপাতালে, জানান ড. হিমন্তবিশ্ব শর্মা।
তথ্য দিয়ে জানান, আগামী ১৪ জুন নলবাড়ির শহিদ মুকুন্দ কাকতি অসামরিক হাসপাতালে প্রকল্পটির উদ্বোধনের পরবৰ্তী সপ্তাহে রাজ্যের মোট আটটি কেন্দ্ৰে প্ৰথম দফায় এই পরিষেবা শুরু হয়ে যাবে।এভাবে ১৫ জুন দরং জেলার মঙ্গলদৈ অসামরিক হাসপাতাল, ১৬ জুন শোণিতপুর জেলার কনকলতা অসামরিক হাসপাতাল, ১৭ জুন তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৮ জুন তিনসুকিয়া জেলায় লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ অসামরিক হাসপাতাল, ১৯ জুন মরিগাঁও অসামরিক হাসপাতাল, ২০ জুন বরপেটার ফকরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল  এবং বঙাইগাঁও জেলা হাসপাতালে বিনামূল্যের ডায়ালেসিস পরিষেবা শুরু হবে, সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী ড. শর্মা।
তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি দ্বিতীয় দফায় প্রচলন হবে। দ্বিতীয় দফায় নগাঁও ভোগেশ্বরী ফুকননী অসামরিক হাসপাতাল, শিবসাগর অসামরিক হাসপাতাল, উত্তর লখিমপুর অসামরিক হাসপাতাল, ধেমাজি অসামরিক হাসপাতাল, ডিফু অসামরিক হাসপাতাল, ধুবড়ি এবং গোয়ালপাড়া অসামরিক হাসপাতালে এর সূচনা করা হবে।
এভাবে তৃতীয় দফায় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল, করিমগঞ্জ এবং গোলাঘাট অসামরিক হাসপাতালে এই ব্যবস্থার প্ৰবৰ্তন করা হবে, সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্ৰী।
তিনি জানান, একেকটি কেন্দ্ৰে ছয়টি করে ডায়ালেসিস মেশিন থাকবে। এগুলির পাঁচটি সাধারণ রোগী এবং একটি এইচআইভি রোগীদের জন্য নির্দিষ্ট থাকবে। এক জিজ্ঞাসার উত্তরে মন্ত্রী জানান, গুয়াহাটি, ডিব্ৰুগড় এবং শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালেসিস পরিষেবা আগে থেকেই প্রবর্তিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news