অসম: ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও হাইমাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা

< 1 - মিনিট |

২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও হাইমাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

কে আর সি টাইমস ডেস্ক

অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও হাইমাদ্রাসা শিক্ষান্ত পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সেবা-র পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণজ্যোতি শর্মা আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিযোগে মাধ্যমিক ও হাইমাদ্রাসা পরীক্ষার দিনক্ষণ জারি করেছেন।

ঘোষিত দিনক্ষণ তথা সূচি অনুযায়ী মাধ্যমিকের প্রথম দিন ১০ ফেব্ৰুয়ারি সকাল নয়টা (৯:০০) থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি সকালে একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে মিউজিক, ডান্স, গাৰ্মেন্ট ডিজাইনিঙের পরীক্ষা। এভাবে ১২ ফেব্ৰুয়ারি মণিপুরি, বড়ো, সাঁওতালি, বাংলা। ১৩ ফেব্ৰুয়ারি অনুষ্ঠিত হবে ঐচ্ছিক বিষয় যেমন অ্যাডভান্সড ম্যাথেম্যাটিকস, সংস্কৃত, ভূগোল, ইতিহাস, হোম সায়ান্স, নেপালি, কমপিউটার সায়ান্স, আরবি, পার্সি পরীক্ষা। ১৪ ফেব্ৰুয়ারি হিন্দি, আরবি সাহিত্য; ১৫ ফেব্ৰুয়ারি অসমিয়া (ই)।

মাঝে একদিন ছুটির পর ১৭ ফেব্ৰুয়ারি সকালে অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞানের পরীক্ষা। এর পর ২০ ফেব্ৰুয়ারি উইভিং অ্যান্ড টেক্সটাইল, ২২ ফেব্রুয়ারি সাধারণ বিজ্ঞান, ২৫ ফেব্রুয়ারি সাধারণ গণিত, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অসমিয়া / ইংরেজি (আইএল) এবং ২৯ তারিখ উড ক্র্যাফট, রিটেল ট্রেড ইত্যাদি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news