রাজনৈতিক হিংসার কারণে সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বসিরহাট মহকুমা জুড়ে ইন্টারনেট পরিষেবা
রাজনৈতিক হিংসার কারণে গত দু’দিন ধরে বন্ধ বসিরহাটের ইন্টারনেট পরিষেবা । যার ফলে বিপাকে পড়তে হচ্ছে সদ্য উত্তীর্ণ হওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের।
গত শনিবার রাজনৈতিক হিংসার কারণে সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বসিরহাট মহকুমা জুড়ে ইন্টারনেট পরিষেবা। যার ফলে বিপাকে পড়তে হচ্ছে বসিরহাট মহকুমার সদ্য উত্তীর্ণ হওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্র ও ছাত্রীদের। মাত্র কয়েকদিন আগেই ফল ঘোষণা হয়েছে উচ্চ মাধ্যমিকের। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এই বছরই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার কথা ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দফতর। সেইমতো বসিরহাটের ছাত্র ছাত্রীরা বিভিন্ন কলেজে আবেদন জানানোর পরে গত দু’দিনে কলেজের মেরিট লিস্ট দেখতে পাচ্ছেন না তারা। বসিরহাট মহকুমা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই মেরিট লিস্টে নাম থাকলেও ভর্তি প্রক্রিয়ায় বঞ্চিত হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। একইভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ব্যাহত বসিরহাটের অফিসগুলির কাজকর্ম। এই বিষয়ে কথা বললে সুরক্ষার জন্যই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানান বসিরহাটের এস টি ও সুপ্রিয় দাস।