উদারবন্দের বালিঘাটের বাসিন্দা ইসলাম লস্কর সদ্য সর্বভারতীয় জে.ই.ই পরীক্ষায় ১২১নম্ভর স্থান পেয়েছে

< 1 - মিনিট |

১৫৫৫৩৮ পরীক্ষার্থীদের মধ্যে ১২১ নম্ভর স্থান অর্জন করাতে ,উক্ত গ্ৰামবাসী প্রত্যেক জনগন গর্ব অনুভব করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – উদারবন্দের বালিঘাট নামের প্রত্যন্ত গ্ৰামের বৈজ্ঞাণিক ডাঃ সেবুল ইসলাম লস্করের দ্বিতীয় পুত্র ওমর ইসলাম লস্কর সদ্য সর্বভারতীয় জে.ই.ই পরীক্ষায় ১৫৫৫৩৮ পরীক্ষার্থীদের মধ্যে১২১নম্ভর স্থান অর্জন করাতে ,উক্ত গ্ৰামবাসী প্রত্যেক জনগন গর্ব অনুভব করেছেন

বিজ্ঞাপন

সাংবাদিকদের বলেন বৈজ্ঞানিক ডাঃ সেবুল ইসলাম লস্করের বড় ভাই খয়রুল ইসলাম লস্কর বলেন,গ্ৰামটিতে আজও কৃষিজীবি মানুষের সংখ্যা বেশি ও যোগাযোগ ব্যবস্থার রাস্তার বেহাল অবস্থা সেই সময়ের বিভিন্ন ধরনের বাধা -বিপত্তি অতিক্রম ডাঃসেবুল ইসলাম শিক্ষা গ্ৰহন করে সম্পূর্ণ গ্ৰামের নাম উজ্জ্বল করেছিলেন

সেই একই ভাবে উনার দ্বিতীয় পুত্র ওমর তা অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন এবং আগামীতে ডাঃ সেবুল ইসলাম লস্কর ও তার ছেলে ওমর ইসলাম লস্কর যেদিন দিল্লী থেকে আসবেন তাদেরকে বিমানবন্দর থেকে বিপুলভাবে সম্ভান্ধনা জানিয়ে নিজস্ব এই দয়াপুর প্রথম খন্ডের বালিঘাটের নিজবাড়িতে নিয়ে আসা হবে পরিকল্পনা রয়েছে।

সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর ইসলাম লস্কর,সামছুল ইসলাম মজুমদার,মিলন মিয়া লস্কর সহ অন্যান্যরা।

Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *