উদারবন্দ সমষ্ঠির কাশীপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা

< 1 - মিনিট |

অঞ্চলের জনগণ বলেন সরকারি হাসপাতালটি বানিয়ে সরকারী অর্থের অপচয় হচ্ছে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – উদারবন্দ সমষ্ঠির কাশীপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা,আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এলাকার বহু উন্নতি ঘটেছে বলে দাবি করেন বিধায়ক মিহির কান্তি সোম। কিন্তু বাস্তবে দীঘর কাশীপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের বোর্ডে যেখানে ৭জন স্বাস্থ্য কর্মীর নাম দেওয়া আছে কিন্তু বাস্তবে একজন ফার্মাসিস্ট ও চৌকিদার আর কাউকে পাওয়া যায় না,এমাবস্থায় যেকোনো জরুরীকালীন রোগীকে চিকিৎসা জন্য উদারবন্দ বা বাসকান্দি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে।

অন্যদিকে,এই অঞ্চলের দরিদ্র মানুষ যখন চিকিৎসার জন্য উক্ত হাসপাতালে যান তখন কিছু সংখ্যক কর্মী তাদের কাছ থেকে অবৈধ অর্থ দাবি করেন বলে জানান সংবাদ মাধ্যমের কাছে।ওই অঞ্চলের জনগণ তাও বলেন সরকারি হাসপাতালটি বানিয়ে সরকারী অর্থের অপচয় হচ্ছে,এই দীঘর কাশীপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের বেহাল অবস্থার বিষয়টির উপযক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা দৃষ্টি আকৰ্ষণ করেন এলাকা বাসী।

ADVERTISEMENT

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *