এক দশকের বেশি, এমবিবিএস ডাক্তার নেই হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

< 1 - মিনিট |

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার বিজয়ী এবং প্রবীণ অভিনেতা দিনায়ার কন্ট্রাক্টর

কে আর সি টাইমস ডেস্ক

গত ১২ বছর থেকে এমবিবিএস ডাক্তার নেই হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকের অভাবে ধুঁকছে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। গত ১৭ জানুয়ারি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনী প্রচারে হারাঙ্গাজাওয়ে এসে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা শুনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা আশ্বাস দিয়েছিলেন, ২০ দিনের মধ্যে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার নিয়োগ করা হবে। কিন্তু মন্ত্রী প্রদত্ত আশ্বাসের চার মাস পেরিয়ে যাওয়ার পরও ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখনও এমবিবিএস ডাক্তার নিয়োগ করা হয়নি।

বর্তমানে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন হোমিওপ্যাথ চিকিৎসক থাকার বিপরীতে রয়েছেন দুজন আয়ুর্বেদিক চিকিৎসক। তাছাড়া রয়েছেন একজন ক্যাজুয়েল নার্স। হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু চালকের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। যার দরুন হারাঙ্গাজাওবাসীকে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। মামুলি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসক না থাকার দরুন। 

এদিকে বৃহত্তর হারাঙ্গাজাও এলাকার মানুষজনের অভিযোগ, বিগত এক দশকের বেশি সময় ধরে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার নেই। তার পরও স্বাস্থ্য নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না সরকার। অতএব অবিলম্বে হারাঙ্গাজাও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস ডাক্তার নিয়োগ করার জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও জেলার স্বাস্থ্য বিভাগের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news