কর্মকর্তা-কর্মচারি এবং একাডেমিক খ্যাতি, শ্রেণি কক্ষের আকার, গবেষণা পত্র প্রকাশ, এবং আন্তর্জাতিক কর্মী এবং ছাত্র সংখ্যার ওপর ভিত্তি করে কিউএস’ র্যাং কিংয়ে তৈরি করা হয়ে থাকে। বিশ্বব্যাপী শিক্ষার্থী ও কর্মীদের আকর্ষণ করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতার এ তালিকা প্রকাশ করা হয়ে থাকে
বিশ্ববিদ্যালয় গুলির যোগ্যতা আজকাল র্যাংকিংয়ের বিচাররেই হয়ে থাকে। বর্তমানে এই র্যাংকিং প্রক্রিয়ার জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। ডেটা ও গবেষণার উপর ভিত্তি করে প্রতিবছরের ন্যায় এ বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে ‘কিউএস’। কেমব্রিজের অবস্থান এখন পর্যন্ত তাদের সবচেয়ে নীচের দিকে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক ধাপ এগিয়ে অবস্থান করলেও কেমব্রিজের অবস্থান ছয় থেকে নেমে সপ্তমে দাঁড়িয়েছে।
ব্রিটেনের ব্রেক্সিট এর প্রভাব এবার দেশটির বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং পড়েছে বলে জানিয়েছেন ‘কিউএস’ র্যাংকিংয়ের পরিচালক বেন সোওটার।সম্প্রতি ডেটা ও গবেষণার উপর ভিত্তি করে করা র্যাংকিংয়ে আন্তর্জাতিক ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করা দেশটির প্রায় ৮৪টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিচের দিকে নেমে এসেছে।
‘কিউএস’ র্যাংকিংয়ের পরিচালক বেন সোওটার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর এ দুর্বল অবস্থান মোটেও অবাক করার নয়। ব্রিটেনের ব্রেক্সিট ভোট এবং অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবার তালিকায় ১ হাজার মধ্যে থাকতে পারেনি।’
গত দশকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে দারুণ কিছু গবেষণা পত্র বের করা সহ বিশ্বমানের শিক্ষা পদ্ধতি ও মেধাবি তরুণদের শিক্ষা ক্ষেত্রে আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি।
গতবছর কেমব্রিজকে প্রথমবারের মতো টপকানো সুইস টেকনিক্যাল ইউনিভার্সিটি ইউরোপের মধ্যে অক্সফোর্ডের পর দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।
গত ৮ বছর ধরে র্যাংকিং এর শীর্ষ অবস্থান করা ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবারো শীর্ষে রয়েছে।তালিকায় দ্বিতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
যুক্তরাজ্যের মাত্র ১২ টি বিশ্ববিদ্যালয় গত বছরের চেয়ে ভালো করতে পেরেছে। তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাইরে সিঙ্গাপুরের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে।সিঙ্গাপুরের নানয়্যাং টেকনোলজি ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।চিনের সিংহুয়া ইউনিভার্সিটি র্যাকিংয়ে ১৬ তম অবস্থানে রয়েছে।