গভীর রাতে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মাথায় ভেঙে পড়ে চলন্ত সিলিং ফ্যান
হসপাতাল হল রোগীর চিকিৎসার জায়গা| কিন্তু সেই হাসপাতালেই রোগীর জন্য ওঁতপেতে রয়েছে বিপদ | এমনই ঘটনা ঘটল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে|
গভীর রাতে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মাথায় ভেঙে পড়ে চলন্ত সিলিং ফ্যান| তবে আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্তোষ দাস নাম ওই আহত ব্যক্তির কিডনির চিকিৎসা জন্য ভর্তি হন| এনআরএস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের মেল ওয়ার্ডে তিনি তার নিজের বেডেই ছিলেন| সেই সময় তার মাথায় চলন্ত সিলিং ফ্যানটি ভেঙে পড়ে। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয় হাসপাতালের তরফে।
হাসপাতালের অন্য রোগীরা জানান, ওই ফ্যানটি চলার সময় আওয়াজ হত। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । অনেক সময় ফ্যানটি বন্ধ করে রাখা হত। তবে, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে পারেননি। কিন্তু এই ঘটনার জেরে অন্যান্য রোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে|
এ বিষয়ে হাসপাতালের এমএসভিপি সৌরভ চট্টোপাধ্যায় জানান, ‘ওই ব্যক্তির আঘাত গুরুতর নয় । পূর্ত বিভাগকে বিষয়টি জানানো হয়েছে । ফ্যানগুলির রক্ষণাবেক্ষণ যাতে নিয়মিত হয় তা দেখতে বলা হয়েছে’ ।