চিকিৎসকদের মতে, কোনও ভাইরাসের জন্য এই রোগ হয়নি। অত্যধিক গরম অথবা খালি পেটে লিচু খাওয়ার জন্য হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে বিস্তারিত গবেষণা চলছে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে শিশু-মৃত্যুর সংখ্যা বাড়ছে
চারিদিকে শুধুই কান্নার রোল উঠছে। আরও বেশি ওষুধ ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও শিশু-মৃত্যু থামছে না। বিহারের মুজফ্ফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও বেশ কয়েকটি শিশুর। সবমিলিয়ে বিহারে এই রোগে মৃতের সংখ্যা ১০০-তে পৌঁছেছে। বেসরকারি মতে সংখ্যাটা শতাধিক। সোমবার সকালে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সুনীল কুমার শাহী জানিয়েছেন, অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম (এইএস)-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের।
চিকিৎসকদের মতে, কোনও ভাইরাসের জন্য এই রোগ হয়নি। অত্যধিক গরম অথবা খালি পেটে লিচু খাওয়ার জন্য হয়ে থাকতে পারে। তবে এ নিয়ে বিস্তারিত গবেষণা চলছে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে শিশু-মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যা সর্বাধিক মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে, এছাড়াও কেজরিওয়াল হাসপাতালে ১১টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও বহু রোগী।