ছাত্র সংগঠনের সাথে মূখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
করোনাকালীন আবহে ২০২১ বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া পর বিকল্প মূল্যায়ন প্রসঙ্গে, সদৌ অসাম ছাত্র সংস্থা,নিখিল বড়ো ছাত্র সংস্থা,আর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক আলোচনায় অংশ গ্রহণ করেন। জনতা ভবনের অর্থ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে অর্থ মন্ত্রী অজন্তা নেওগ হস্ত, তাঁত, বস্ত্র আর রেশম বিভাগের মন্ত্রী ইউজি ব্রহ্ম, শিক্ষামন্ত্রী রণোজ পেগু উপস্থিত ছিলেন । এদিনের এই বৈঠকে বিকল্প মূল্যায়ন সম্পর্কে এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকল্প মূল্যায়নের সূত্র অনুসারে ঘোষিত ফলাফলে নম্বর তালিকা তথা প্রমাণ পত্র ,উচ্চশিক্ষা গ্রহণ, চাকরি তথা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হবে। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ, উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংস্থার সাথে অন্যান্য সমস্ত বোর্ড বা পরিষদের অধীন শিক্ষার্থীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
বিকল্প মূল্যায়ন দ্বারা ঘোষিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের স্থান প্রাপ্তদের তালিকা থাকবে না। পূর্বের মতোই ডিস্টিংশন ও স্টার নম্বরের ব্যবস্থা থাকবে। এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মাধ্যমিক শিক্ষা পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ও ফলাফল উপলব্ধি করার নির্দেশ দেন।
এই বৈঠকে নিখিল বড়ো ছাত্র সংস্থার সভাপতি দ্বীপেন বড়ো, আসুর মুখ্য উপদেষ্টা ড. সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, উপদেষ্টা প্রকাশ দাস, সভাপতি দীপাংক কুমার নাথ , অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি রানা প্রতাপ বড়ুয়ার সাথে সংস্থার অন্যান্য কার্যকর্তারা অংশগ্রহণ করেন ।এছাড়াও বৈঠকে শিক্ষা বিভাগের প্রধান সচিব বি কল্যাণ চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর কুমার সিনহা,অসম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধ্যক্ষদের সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।