কলকাতা পুলিশ হাসপাতাল এবার মিশে যাবে এসএসকেএম হাসপাতালের সঙ্গে

2 - মিনিট |

কলকাতা পুলিশ হাসপাতালের অর্ধেক অংশে এ বার থেকে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও । এসএসকেএম হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে পুলিশ হাসপাতালের ওই অংশ । বাকি ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে পুলিশ কর্মীদের জন্য

কে আর সি টাইমস ডেস্ক

 কলকাতা পুলিশ হাসপাতাল এবার মিশে যাবে এসএসকেএম হাসপাতালের সঙ্গে । তার ফলে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পুলিশ  হাসপাতালে এসে রোগী দেখবেন । সোমবার ‘‌সেফ ড্রাইভ সেভ লাইফ’‌ অভিযানের তৃতীয় বর্ষপূর্তির সূচনা করতে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, কলকাতা পুলিশ হাসপাতালের অর্ধেক অংশে এ বার থেকে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও । এসএসকেএম হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে পুলিশ হাসপাতালের ওই অংশ । বাকি ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে পুলিশ কর্মীদের জন্য ।
সোমবার ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’ দিবস উপলক্ষ্যে হরিশ মুখার্জি রোড এবং বেণীনন্দন স্ট্রিটের সংযোগস্থলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই উদ্যোগে ২০১৬ সাল থেকে কলকাতায় দুর্ঘটনা কমেছে ৩৫ শতাংশ । কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও । রাজ্যেও দুর্ঘটনা এবং মৃত্যু অনেকটাই কমেছে’। তিনি দাবি করেন, ‘গত তিন বছরে শহরে পথ দুর্ঘটনা ২৭ শতাংশ কমেছে এবং পথ দুর্ঘটনায় মৃত্যু কমেছে ১৭ শতাংশ’।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’–এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন বাইক মিছিল করে কলকাতা পুলিশ । ৩০০ টি বাইক তাতে অংশ নেয় । সবুজ পতাকা দেখিয়ে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী । তার আগে পুলিশ হাসপাতালে গিয়ে জখম পূর্ব ট্র‌্যাফিক গার্ডের কনস্টেবল তপন ওরাং–এর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী । সেখানে তিনি তপনের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন । ওখানে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা ।গত সোমবার রাতে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে একটি শপিং মলের সামনে রাস্তা পেরতে যাওয়া এক বৃদ্ধকে ধাক্কা মেরে পালায় হেলমেটহীন বাইকচালক । বাইকটি ধাওয়া করতে গেলে তপন ওরাং–এর হাত আটকে যায় বাইকের পিছনের সিটগার্ডে । তারপরও ওই ভাবে তপনকে প্রায় ১০০ মিটার হিঁচড়ে নিয়ে যাওয়ার পর তাঁকে ফেলে পালিয়ে গিয়েছিল বাইকচালক । জখম তপনকে তৎক্ষণাৎ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় । যদিও সেই চালক এখনও অধরা ।
এর পর সেফ ড্রাইভ, সেভ লাইফের অনুষ্ঠানে তপন তপন ওরাং–এর কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, গত একমাস ধরে রাতে এই নাকা চলছে । গায়ক শিলাজিতের ছেলে ধী মজুমদারের নাম না করে তিনি বলেন, ‘ নাকা চেকিংয়ে গাঁজা ড্রাগসের মত জিনিসও ধরা পড়ছে । রাতের কলকাতায় বেআইনি কার্যকলাপ বন্ধ হবে’।  তিনি জানান, এই বিশেষ পুলিশি অভিযান চলবে । রাজ্য পুলিশ এলাকাতেও এ রকম নাকা চেকিং করা হবে বলে জানান তিনি । রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেখে ওড়িশা এবং ঝাড়খণ্ড সরকার পথনিরাপত্তা নিয়ে সরকারি প্রকল্প শুরু করেছে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বার বার বাইক চালকদের হেলমেট পরার ব্যপারে জোর দেন । তিনি বলেন,  এক-দু’মিনিটের তাড়াহুড়ো প্রাণঘাতী হতে পারে । তাই বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news