দক্ষিণ ভারতের রাজ্য কেরলে নতুন করে ফিরে এল নিপা আতঙ্ক | মারণ ভাইরাসের হানার কথা ইতিমধ্যেই স্বীকারও করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা
দক্ষিণ ভারতের রাজ্য কেরলে নতুন করে ফিরে এল নিপা আতঙ্ক | মারণ ভাইরাসের হানার কথা ইতিমধ্যেই স্বীকারও করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা | নিপার হানাদারিতে সংক্রামিত হয়েছেন এর্নাকুলামের ২৩ বছর বয়সি এক ছাত্র| সোমবারই কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছিলেন, ‘নিপা ভাইরাস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়| ৮৬ জনের শারীরিক অবস্থার দিকে নজরদারি রাখা হচ্ছে, পুণে ভাইরোলজি (ভাইরাসবিদ্যা) ইন্সটিটিউটের রিপোর্টের অপেক্ষায় আছি আমরা|’ কিন্তু, মঙ্গলবার সকালে কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন, কেরলের থাবা বসিয়েছে নিপা ভাইরাস| কেরলের স্বাস্থ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘পুণে ভাইরোলজি ইন্সটিটিউটে নমুনা পরীক্ষার পর কোচির এর্নাকুলামের বাসিন্দা একজনের শরীরে নিপার উপসর্গ ধরা পড়েছে|’ কেরলের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘প্রবল জ্বরে আক্রান্ত হয়ে দুই রোগী এর্নাকুলামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন | তাঁদের মধ্যে একজন সংক্রামিত | তাঁরা দু’জনই হাসপাতালে চিকিত্সাধীন| এছাড়াও ৮৬ জন রোগী সন্দেহের তালিকায় রয়েছে | দু’জন নার্স যাঁরা ওই সমস্ত রোগীদের চিকিত্সা করছিলেন তাঁরাও জ্বরে ভুগছেন| এমনকি গলায় কালসিটে পড়ে গিয়েছে | দ্বিতীয় রোগীর রক্তের নমুনা এনআইভি আলাপ্পুঝা, মণিপাল ল্যাবরেটরি এবং এনআইভি পুণে-তে পাঠানো হয়েছে |’
নিপা ভাইরাসের হানাদারিতে কেরলের পাশাপাশি উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও | ইতিমধ্যেই কেরল সরকারকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন | মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্বাস্থ্য সচিব-সহ অন্যান্য অফিসারদের সঙ্গে বৈঠক করেছি| সোমবারই ছ’জন অফিসারের একটি টিম কেরলে পাঠানো হয়েছে |’ স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে, কেরলের স্বাস্থ্যমন্ত্রীকে আমি আশ্বস্ত করেছি| আমি বিশ্বাস করি এখনও ভয় পাওয়ার কোনও কারণ নেই|’
২০১৮ সালেই নিপার থাবায় কেরলের মৃতু্য হয়েছিল বহু মানুষের | রোগীর সেবা-শুশ্রুষা করতে গিয়ে একজন নার্সেরও মৃত্যু হয়েছিল | নতুন করে নিপা ভাইরাসের হানায় ভয়ে কাঁপছে কেরল | ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা | সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবর্তা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে, তাতে বলা হয়েছে, ভিড় এড়িয়ে চলুন| জ্বর হলে উপেক্ষা করবেন না |