ক্লাসে পড়ানো বা ল্যাবরেটরিতে কাজ করার সময়ে কোনও শিক্ষক বা শিক্ষিকা মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়ুয়াদের মনসংযোগে ব্যাঘাত না ঘটাতেই এই সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের।
ক্লাস চলাকালীন আর ব্যবহার করা যাবে না মোবাইল। ক্লাসে পড়ানো বা ল্যাবরেটরিতে কাজ করার সময়ে কোনও শিক্ষক বা শিক্ষিকা মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়ুয়াদের মনসংযোগে ব্যাঘাত না ঘটাতেই এই সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের। আগামী জানুয়ারি থেকেই কার্যকর হবে এই নয়া নিয়ম। শ্রেণী কক্ষে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি স্কুলে পৌঁছনোর সময়েও এসেছে পরিবর্তন। প্রত্যেক পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাকে সকাল ১০ টা ৪০এর মধ্যে স্কুলে পৌঁছতে হবে। প্রার্থনায় অংশ নিতে হবে। ক্লাস শুরুর হওয়ার ১০মিনিটের মধ্যে অর্থাৎ কেউ স্কুলে ১১ টার মধ্যে না ঢুকতে পারলে, ওইদিনের জন্য তাকে ‘অনুপস্থিত’ বলে ধরা হবে। তাছাড়াও প্রত্যেক শিক্ষক, শিক্ষিকাকে পড়ানো ছাড়াও স্কুলের নানা কাজে বিশেষত পড়ুয়াদের উৎসাহিত করা যায় এমন কাজের সঙ্গে নিযুক্ত হতে হবে।