প্ৰশিক্ষণ বৰ্গে শিবসাগর, যোরহাট এবং নলবাড়ি বিভাগের ৩৬টি নিকেতন থেকে ২৯ জন আচাৰ্য এবং ৫৫ জন আচাৰ্যা-সহ মোট ৮৪ জন অংশগ্ৰহণ করেছেন
বিদ্যাভারতী, অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সংবদ্ধ শিশুশিক্ষা সমিতি, অসমের অন্তৰ্গত শংকরদেব শিশু-বিদ্যানিকেতনগুলোর আচাৰ্য-আচাৰ্যাদের ১৫ দিবসীয় আবাসিক প্ৰশিক্ষণ বৰ্গ শুরু হয়েছে। শুক্রবার গুয়াহাটির পার্শ্ববর্তী চন্দ্ৰপুরের হাজোংবরিতে অবস্থিত ‘বিদ্যাভারতী বহুমুখি শিক্ষা প্ৰকল্প’-এ প্রদীপ প্রজ্বলন করে এই প্ৰশিক্ষণবৰ্গের শুভারম্ভ করেন আৰ্য বিদ্যাপীঠ কলেজের অবসরপ্ৰাপ্ত অধ্যাপক তথা বিশিষ্ট লেখক, সাহিত্যিক তথা বিদ্যাভারতী পুর্বোত্তর ক্ষেত্ৰের সভাপতি ড. জয়কান্ত শৰ্মা।প্ৰাস্তাবিক ভাষণের মাধ্যমে আচাৰ্য-আচার্যাদের স্বাগত জানান শিশুশিক্ষা সমিতি, অসমের সাধারণ সম্পাদক কুলেন্দ্ৰকুমার ভাগবতী। প্ৰশিক্ষণ বৰ্গে শিবসাগর, যোরহাট এবং নলবাড়ি বিভাগের ৩৬টি নিকেতন থেকে ২৯ জন আচাৰ্য এবং ৫৫ জন আচাৰ্যা-সহ মোট ৮৪ জন অংশগ্ৰহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুশিক্ষা সমিতি, অসমের অন্তৰ্গত হাইস্কুল উপ-সমিতির সম্পাদক বশিষ্ঠরাম ডেকা এবং সমল ব্যক্তি হিসেবে রামপ্ৰসাদ শৰ্মা উপস্থিত ছিলেন। প্ৰশিক্ষণ বৰ্গের সমাপন ঘটবে আগামী ২০ জুলাই সকালে।
আচাৰ্য প্ৰশিক্ষণ বৰ্গের পাশাপাশি একই জায়গায় সমান্তরালভাবে ইংরেজি বিষয়ের আচাৰ্যদের ‘স্পোকেন ইংলিশ’-এর প্ৰশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১১ জুলাই পর্যন্ত চলমান স্পোকেন ইংলিশের এই বৰ্গত ১৯ জন আচাৰ্য-আচাৰ্যা অংশগ্ৰহণ করেছেন বলে শিশুশিক্ষা সমিতি, অসমের প্ৰান্ত প্ৰশিক্ষণ-প্ৰমুখ মহানন্দ দাস এবং উত্তর অসম প্ৰান্তের প্ৰচারসচিব অজয়কুমার বরা জানিয়েছেন।