জিবি হাসপাতালে আচমকা হানা স্বাস্থ্যমন্ত্রীর, শুনলেন রোগীদের অভিযোগ, দিলেন প্রতিকারের নির্দেশ

< 1 - মিনিট |

অনেক দিন পর ফের আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন

কে আর সি টাইমস ডেস্ক

অনেক দিন পর ফের আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন৷ মূলত, রোগীর ভিড় বেড়েছে, তাতে হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা৷ ফলে, মেঝেতে লম্বা লাইন পড়েছে রোগীদের৷ সাথে প্যাথলজি পরিষেবা নিয়ে রোগীদের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর কানে গিয়েছে৷ এই সমস্ত কিছু সরেজমিনে খোঁজখবর নিতেই আজ হঠাৎ তিনি জিবি হাসপাতালে গিয়ে হাজির হন৷

সোমবার হঠাৎ জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়েই তিনি সোজা চলে যান বিভিন্ন ওয়ার্ডে৷ সেখানে তিনি রোগীদের খোঁজখবর নেন৷ রোগীদের কাছ থেকে হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন৷ বেশ কয়েকজন রোগীর পরিবার হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন৷ মূলত, সঠিক সময়ে চিকিৎসকের অভাব, বেড এবং প্যাথলজি পরিষেবা নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ রোগীর পরিবারের৷ তবে কয়েকজন রোগী হাসপাতালের পরিষেবায় সন্তোষ ব্যক্তও করেছেন৷

এদিন স্বাস্থ্যমন্ত্রী রোগীদের ব্যবস্থাপত্রে চিকিৎসকরা কী ধরনের ওষুধ লিখছেন তাঁরও খোঁজ নিয়েছেন৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ মোতাবেক চিকিৎসকরা রোগীদের জেনেরিক মেডিসিন লিখছেন কী না তা-ও স্বাস্থ্যমন্ত্রী পরখ করেছেন৷

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিবি হাসপাতালে এ-ধরনের পরিদর্শনে আগেও এসেছি৷ আজ ফের এসে কিছু বিষয়ে স্পষ্ট হতে পেরেছি৷ তিনি বলেন, হাসপাতালে অধিকাংশ রোগীর বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা সেন্ট্রাল প্যাথলজিতেই হচ্ছে৷ কিছু জটিল রোগ যা জিবি হাসপাতালের প্যাথলজিতে করা সম্ভব নয়, সেগুলি বাইরে পাঠানো হচ্ছে৷ তিনি আরও জানান, বিভিন্ন ওয়ার্ডে বেড সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে৷ শীঘ্রই এ-বিষয়ে উদ্যোগ নেওয়া হবে৷ আপাতত কিছু বেড ক্রয়ের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দফতরকে৷ আগামী দিনে বেড নিয়ে সমস্যা পুরোদমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, কয়েকজন রোগী চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ স্বাস্থ্য পরিষেবায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সকলকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news