টিসিএস ও টিপিএস নিয়োগে বাতিল পরীক্ষা বহাল রাখল ত্রিপুরা হাইকোর্ট

< 1 - মিনিট |

টিসিএস এবং টিপিএস নিয়োগে বাতিল পরীক্ষা বহাল রাখল ত্রিপুরা হাইকোর্ট৷ ওই পরীক্ষা বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে উচ্চ আদালত

কে আর সি টাইমস ডেস্ক

 টিসিএস এবং টিপিএস নিয়োগে বাতিল পরীক্ষা বহাল রাখল ত্রিপুরা হাইকোর্ট৷ ওই পরীক্ষা বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে উচ্চ আদালত৷ শুধু তা-ই নয়, ৮ সপ্তাহের মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র৷ এ-ঘটনায় ত্রিপুরা সরকার জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে৷

প্রসঙ্গত, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) মাধ্যমে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে৷ তদানীন্তন বামফ্রন্ট জমানায় ৩০ এপ্রিল ২০১৬ তারিখে টিপিএসসি টিসিএস গ্রেড টু ৩০টি এবং টিপিএস গ্রেড টু ১৫টি শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি করেছিল৷ ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা এবং ৩০ অক্টোবর ফলাফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি৷ তাতে বলা হয়েছিল, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মূল পরীক্ষার জন্য বাছাই করা হবে৷ সে মোতাবেক ২০১৭ সালের ২৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা নেয় টিপিএসসি৷

কিন্তু, ২০১৮ সালের ৫ জুন রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করে বিজ্ঞপ্তি জারি করে৷ শুধু তাই নয়, ২০১৮ সালের ২০ আগস্ট এক মেমোরেন্ডামে পূর্বের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে জানানো হয়৷ তাতে টিসিএস এবং টিপিএস নিয়োগে গৃহীত পরীক্ষাটিও বাতিল করে দেয় ত্রিপুরা সরকার৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকরি প্রত্যাশী জনৈক সমুদ্র দেববর্মা ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন৷

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই মামলায় ত্রিপুরা হাইকোর্টে শুনানি শুরু হয়৷ মামলাকারীর পক্ষে আইনজীবী শক্তিময় চক্রবর্তী বলেন, ত্রিপুরা সরকার হাইকোর্টে পরীক্ষা বাতিলের পক্ষে কোনও নির্দিষ্ট যুক্তি তুলে ধরতে পারেনি৷ তাই ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেছেন, কোনও প্রক্রিয়ার মাঝপথে সরকারের গৃহীত সিদ্ধান্তে ওই প্রক্রিয়াকে বাতিল করা যায় না৷ ভারতীয় সংবিধান তার অনুমতি দেয় না৷ তাই, টিপিএসসি-র পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগে পরীক্ষা বহাল থাকবে৷ সাথে হাইকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে, ৮ সপ্তাহের মধ্যে ওই বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news