ট্যারেন্টুলা নামক মাকড়সার আতঙ্ক ছড়াল গোপীবল্লভপুরে

< 1 - মিনিট |

ট্যারেন্টুলা নামক বিষাক্ত মাকড়সার আতঙ্ক ছড়াল ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুরে

কে আর সি টাইমস ডেস্ক

ট্যারেন্টুলা নামক বিষাক্ত মাকড়সার আতঙ্ক ছড়াল ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুরে। আতঙ্কিত গ্রামবাসীরা পিটিয়ে মারল ট্যারেন্টুলাটিকে। গত বছরের এবছরও ট্যারেন্টুলা আতঙ্কিত ঝাড়্গ্রাম জেলায়। সোমবার ঝাটিয়াড়া গ্রামের একটি কাঠের মিলে জড় করা কাঠের স্তুপের ভিতর থেকে একটি বড়, লোমশ ট্যারেনন্টুলা বেরিয়ে আসতে দেখা যায়। স্থানীয় কয়েক জন গ্রামবাসী এটি দেখার পর গ্রামের অন্যান্যদের ডেকে আনে। বড় ট্যারেনন্টুলার সাথে একটি ছোট্ট বাচ্চা ট্যারেনন্টুলা ছিল। গ্রামবাসীরা মনে করছিলেন এটি কাউকে কামড়াতে পারে।এই আতঙ্ক থেকে এই বড় আকারের মাকড়শাটিকে মেরে ফেলে গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য গ্রামে যাতে আতঙ্ক না ছাড়ায় তাই মেরে ফেলা হয়েছে মাকড়শাটিকে।বনদফতর সূত্রে জানা গিয়েছে এই ধরেনের মাকড়শা গুলি ভিজে,স্যাঁত স্যাঁতে জায়গা এবং নিরালাতে থাকে।বর্ষার আগে এগুলি বের হয়ে আসে।উল্লেখ্য কয়েকমাস আগেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল,জামবনি,ঝাড়গ্রাম সহ বিভিন্ন ব্লক গুলিতে ট্যারেনন্টুলার উপদ্রুপ সামনে এসেছিল।একটা সময় জেলা জুড়ে তৈরি হয়েছিল ট্যারেনন্টুলা আতঙ্ক।আবারও কয়েক মাস পরে গোপীবল্লভপুর এক ব্লকের ওড়িশ্য রাজ্য সীমানা এলাকায় লোমশ,বড় আকারের এই মাকড়শাটিকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।এই বিষয়ে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচ্ছি বলেন “ এগুলি মাকড়শারই প্রজাতি।বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে যাতে এই ধরনের কোন কিছু মানুষের সংস্পর্শে না আসে। আতঙ্কতি হওয়ার কিছু নেই।বাড়ি এবং বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখুন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news