রাজ্য সরকারের সাথে কলকাতা পুরসভা ডেঙ্গু কমাতে বদ্ধ পরিকর| ৩, ৬, ৭, ১০, ১২, ১৪ সহ এমন আরও ২০টা ওয়ার্ড আছে যেখানে অবস্থা সংকটজনক সেখানে আরও নজরদারি বাড়ানো হবে
এবার থেকে ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা শয্যা বরাদ্দ থাকবে সরকারি হাসপাতালগুলিতে| শুক্রবার কলকাতা পুরসভায় ডেঙ্গু সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে| শহরে ডেঙ্গু প্রবণতা হ্রাস করতে মরিয়া পুরভবন|
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, স্বাস্থ্য সচিব রাজীব সিনহা নির্বাচিত কয়েকটি বরোর চেয়ারম্যান| অতীন ঘোষ এদিন জানান, “রাজ্য সরকারের সাথে কলকাতা পুরসভা ডেঙ্গু কমাতে বদ্ধ পরিকর| ৩, ৬, ৭, ১০, ১২, ১৪ সহ এমন আরও ২০টা ওয়ার্ড আছে যেখানে অবস্থা সংকটজনক সেখানে আরও নজরদারি বাড়ানো হবে”|
তিনি আরও জানান, “ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী হাসপাতাল গুলিকে চিকিত্সা করতে হবে| পাশাপাশি ১০ টি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে| যারা বিভিন্ন এলাকায় ও হাসপাতালে গিয়ে খোঁজ নেবে বিশ্ব স্বাস্থ সংস্থার নির্দেশিকা অনুযায়ী চিকিত্সা হচ্ছে কিনা| অন্যথায় সংশ্লিষ্ট হাসপাতালের শাস্তি হবে|”
অতীনবাবুর কথায়, শহরের সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গু আক্রান্তদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করা হবে| সেখানে কেবল ডেঙ্গু আক্রান্তদের ভর্তি নেওয়া হবে| কোনও ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি যাতে হাসপাতালে গিয়ে ফিরে না আসে সেই কারণেই এই পরিকল্পনা| রাজ্য সকার টাকার চিন্তা না করে অসুস্থদের চিকিত্সা করার নির্দেশ দিয়েছেন বলেও এদিন জানান তিনি|
ড্রনের সাহায্যে তেল ছড়িয়ে মশা মারার পরিকল্পনা সফল বলে দাবি ডেপুটি মেয়রের| গত বছর যেখানে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা ছিল ২০০ এর কাছাকাছি| এবারে তা নেমে ১৩২ তে এসেছে বলে দাবি করেন তিনি|