ত্রিপুরার কলেজগুলিতে সহকারি অধ্যাপকের শূন্যপদ পূরণ-সহ গুচ্ছ দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র এবিভিপি-র

< 1 - মিনিট |

ত্রিপুরার কলেজগুলিতে অধ্যাপকের ঘাটতি রয়েছে ৷ তাছাড়া, নানাবিধ সমস্যায় জর্জরিত বিভিন্ন কলেজ৷ এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র প্রদান করেছে এবিভিপি-র আগরতলা শাখা

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরার কলেজগুলিতে অধ্যাপকের ঘাটতি রয়েছে ৷ তাছাড়া, নানাবিধ সমস্যায় জর্জরিত বিভিন্ন কলেজ ৷ এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র প্রদান করেছে এবিভিপি-র আগরতলা শাখা ৷ শাখার সভাপতি ড. সন্দীপ দেবের কথায়, শিক্ষার মানোন্নয়নে শিক্ষাঙ্গনে পরিকাঠামোগত ত্রুটি থাকা বাঞ্ছনীয় নয়৷ তাতে প্রকৃত শিক্ষার সুফল থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হন ৷ তাই কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ওই সমস্যাগুলির স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে ৷

ড. সন্দীপ দেব বলেন, ত্রিপুরায় ২০০৭ সাল থেকে কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করা হচ্ছে না৷ প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণ করছে না রাজ্য সরকার৷ অথচ রাজ্যে প্রায় ৬০০ নেট/শ্লেট/পিএইচ.ডি যোগ্যতাসম্পন্ন চাকরি-প্রত্যাশী রয়েছেন৷ তাঁর দাবি, অবিলম্বে কলেজগুলিতে যোগ্যতাসম্পন্ন অধ্যাপক নিয়োগ করা হোক৷ তাতে, ছাত্রছাত্রীরা উপকৃত হবেন৷

এছাড়া ত্রিপুরায় নিজস্ব বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও ককবরক এবং বাংলা বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়নি ৷  শুক্রবার এবিভিপি-র পক্ষ থেকে ককবরক এবং বাংলা বিষয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তের দাবি জানানো হয়েছে ৷ তাছাড়া, পরিকাঠামোগত সমস্যা নিয়েও ওই ছাত্র সংগঠন আজ সরব হয়েছে ৷ আগরতলা মহিলা কলেজে শৌচালয়, রাধুনি, বৈদ্যুতিকরণের ভীষণ সমস্যা দীর্ঘদিনের ৷ এই সমস্যা ছাত্রীদের নিরাপত্তায় প্রশ্ন তুললেও, সমাধানের কোনও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না ৷ ড. দেব বলেন, উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে মহিলা কলেজের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ৷

এদিকে, এমবিবি, বিবিএমসি এবং রামঠাকুর কলেজে শৌচালয়, ল্যাবরেটরি সামগ্রী, ক্রীড়া সামগ্রী, ডাস্টবিনের অভাব ইত্যাদি নানা কারণে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে সমস্যার পড়েন ৷ তাছাড়া, পঠন-পাঠনেও ব্যাঘাত ঘটে ৷ তাই, এই সমস্যাগুলি অবিলম্বে সমাধানের জন্যও উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে অনুরোধ জানানো হয়েছে ৷ পাশাপাশি, ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে এখনও বাণিজ্য বিষয় শুরু হয়নি৷ অবিলম্বে এই বিষয়টি চালু করার জন্যও অনুরোধ জানিয়েছে এবিভিপি, বলেন ড. সন্দীপ দেব ৷

তিনি আরও জানান, আজ উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে ৷ তাঁদের কাছেও ড. দেব অনুরোধ জানান, কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দীর্ঘদিনের এই সমস্যগুলি সমাধান করা হোক ৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news