দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসতে গেলে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক, সিবিএসসি নিয়ে নয়া নির্দেশিকা

< 1 - মিনিট |

সিবিএসই বোর্ডের স্কুল গুলিতে পাঠরত দশম দ্বাদশ শ্রেণীর সকল পড়ুয়া ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিদ্যালয়ে উপস্থিতির হার ৭৫শতাংশ হতে হবে। যদি এরকম না হয় তবে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এছাড়াও উপস্থিতি কম হলে জানাতে হবে নির্দিষ্ট কারণ।

কে আর সি টাইমস ডেস্ক

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশ দিল কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিবিএসই বোর্ডের স্কুল গুলিতে পাঠরত দশম দ্বাদশ শ্রেণীর সকল পড়ুয়া ২০২০ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিদ্যালয়ে উপস্থিতির হার ৭৫শতাংশ হতে হবে। যদি এরকম  না হয় তবে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এছাড়াও উপস্থিতি কম হলে জানাতে হবে নির্দিষ্ট কারণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় পড়ুয়ারা অসুস্থতা বা কোন জরুরী ভিত্তিক কারণে পর্যাপ্তভাবে উপস্থিত থাকতে পারেনা বিদ্যালয়ে। সে ক্ষেত্রে কেন উপস্থিতি কম ছিল তার নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আগামী ৭ জানুয়ারির মধ্যে। এর নির্দিষ্ট সময় পার হয়ে গেলে কোনোভাবেই আবেদন আর গ্রাহ্য করা হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। যেসকল ছাত্র ছাত্রীদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে কেবলমাত্র তাদের দেওয়া হবে । অন্যদিকে যাদের উপস্থিতির হার কম থাকবে তাদের তালিকা আঞ্চলিক অফিসে পৌঁছে দিতে হবে সেখান থেকে ৭ জানুয়ারি বা তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ঐ সকল পড়ুয়াদের পরীক্ষা দেওয়ার বিষয়টিকে নিয়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ২০২০ থেকে সিবিএসই  বোর্ড পরীক্ষায় বেশ কিছু নতুন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে টু-লেভেল ম্যাথ। এই ধরনের প্রশ্ন পত্র ৩৩শতাংশ বিকল্প প্রশ্ন রাখা হবে। জোর দেওয়া হবে চিন্তা দক্ষতার উপরে। চিন্তা দক্ষতার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন রাখা হবে। পাশাপাশি থিওরি পরীক্ষায় ১০০ নম্বরের জায়গায় হবে ৮০নম্বরের।  অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য বাকি কুড়ি নাম্বার থাকবে কিন্তু কোন প্র্যাক্টিকাল অ্যাসেসমেন্ট থাকছে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news