‘দ্য ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ (নিট)-এর প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ

2 - মিনিট |

ঘোষণা করা হয়েছে ‘দ্য ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ অর্থাৎ রাষ্ট্রীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষা (নিট)-র ফলাফল

কে আর সি টাইমস ডেস্ক

ঘোষণা করা হয়েছে ‘দ্য ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ অর্থাৎ রাষ্ট্রীয় যোগ্যতা তথা প্রবেশিকা পরীক্ষা (নিট)-র ফলাফল। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা রাষ্ট্ৰীয় মেরিট লিস্টের আধারে মেডিক্যাল এবং ডেন্টাল পাঠ্যক্ৰমে ভরতি হতে পারবেন।

আজ ৫ জুন পূর্ব সূচি অনুযায়ী নিট-এর চলতি ২০১৯ শিক্ষাবর্ষের ফলাফল যথাসময়ে প্রকাশিত হয়েছে। ফলাফলের নম্বর তালিকা-সহ পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ওয়েবসাইট ntaneet.nic.in-এ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে এনটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, mcc.nic.in শীর্ষক ওয়েবসাইটেও পরীক্ষাৰ্থীরা নিজের নিজের রেজাল্ট দেখতে পারবেন।

এ-বছরের ৫ মে এবং ২০ মে অনুষ্ঠিত নিট-এর প্রবেশিকায় গোটা ভারতের মোট ১৪,১০,৭৫৪ জন প্রার্থী পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছিলেন। চিকিৎসা শাস্ত্ৰ এবং দন্ত চিকিৎসা অধ্যয়ন করতে ইচ্ছুক অসম তথা উত্তর-পূ্র্বাঞ্চলেও বহু ছাত্ৰছাত্ৰী জাতীয় স্তরের এই পরীক্ষায় বসেছিলেন।

এখানে উত্তীৰ্ণ পরীক্ষাৰ্থীরা সৰ্বভারতীয় কোটা এবং অন্যান্য কোটার অধীনে পরীক্ষার মাধ্যম নিৰ্বিশেষে রাজ্য সরকারের অধীনস্থ শিক্ষা প্ৰতিষ্ঠানে চিকিৎসা শাস্ত্ৰ এবং দন্ত চিকিৎসার পাঠ্যক্ৰম অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ করে এমবিবিএস এবং বিডিএস-এর জন্য নির্দিষ্ট মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলোতে।

উল্লেখ্য, ইতিপূৰ্বে নিট আনসার কি ২০১৯ (Answer Key 2019) প্রকাশ করেছিল। এরং বিরুদ্ধে উত্থাপিত ওজর-আপত্তিও মেনে নেওয়া হয়েছিল।

ছাত্ৰছাত্ৰীরা নিজেদের পরীক্ষার ফলাফল ও নম্বর দেখতে হলে নিম্নলিখিত কয়েটি পদক্ষেপ অনুসরণ করতে পারেন —

প্রথমে ntaneet.nic.in বা mcc.nic.in ওয়েবসাইট খুলতে হবে। এর পর “NEET Exam Results 2019” লেখা লিঙ্কে ক্লিক করে পরীক্ষার রোল নম্বর, জন্মের তারিখ এবং অন্য প্রয়োজনীয় তথ্যাবলি সংশ্লিষ্ট ফিল্ডগুলোতে দিতে হবে। শেষে Submit বটন্-এ ক্লিক করলে রেজাল্ট বের হয়ে যাবে।

এনটিএ-র সূত্ৰ জানিয়েছে, পরীক্ষাৰ্থীদের মেরিট লিস্ট স্বাস্থ্য অধিকর্তা-প্ৰধান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্ৰালয়, মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া এবং ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়ার নিৰ্দেশনার ভিত্তিতে প্ৰস্তুত করা হবে। মেরিট লিস্টের আধারেই ভরতি প্ৰক্ৰিয়া শুরু হবে।।

শ্ৰেণি আধারিত মেরিট লিস্ট —

সাধারণ শ্ৰেণি : নিম্নতম ৫০ শতাংশ নম্বর প্ৰাপ্তদের মেরিট লিস্টের জন্য বিবেচনা করা হবে।

এসসি/এসটি/অন্যান্য : নিম্নতম ৪০ শতাংশ নম্বর প্ৰাপ্তরা মেরিট লিস্টের জন্য বিবেচিত হবেন।

অন্য সক্ষম ব্যক্তি : নিম্নতম ৪৫ শতাংশ নম্বর প্ৰাপ্তদের মেরিট লিস্টের জন্য বিবেচনা করা হবে।

জানানো হয়েছে, ফলাফল ঘোষণা করার পর এটিএ কাউন্সেলিং প্ৰক্ৰিয়া আরম্ভ করবে। এর সময়সূচি মেডিক্যাল কাউন্সেলিং কমিটি থেকে পাওয়া যাবে প্রসঙ্গত, গত বছর (২০১৮ সালে) প্ৰথম দফার কাউন্সেলিং ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেডিক্যাল কলেজগুলোতে এসসি-র জন্য ১৫ শতাংশ আসন, এসটি-র জন্য ৭.৫ শতাংশ আসন এবং ওবিসি-র জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news